রাজ্য বিভাগে ফিরে যান

‘বিজেপি কৃষক-বিরোধী’, রক্তে লিখে, বিল পুড়িয়ে আন্দোলন তৃণমূলের

September 26, 2020 | < 1 min read

কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে পিচ রাস্তার উপর চাল আর সবজি দিয়ে তৈরি ভারতের মানচিত্র। পিচ রাস্তার উপরেই এক টুকরো ধানখেত। পাশে ঝুড়ি বোঝাই করে আলু, পেঁয়াজ, টমেটো, ঢ্যাঁড়শ, পটল, বেগুন নিয়ে বসে আছেন কৃষকরা। তাঁদের মাথায় হাত। মাস্ক জড়ানো মুখে উঁকি দেওয়া চোখ যেন বলে দিচ্ছে, কেন্দ্রের নয়া কৃষি বিলের ফলে আগামী দিন তাঁরা সর্বস্বান্ত হতে চলেছেন। এই খণ্ডচিত্রের মাধ্যমে শুক্রবার তৃণমূলের কিষাণ খেত মজদুর শাখা জোরালো কণ্ঠে তুলে ধরল, ‘বিজেপি কৃষক-বিরোধী’।

কৃষকদের স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায় সফলভাবে গড়ে তুলেছিলেন সিঙ্গুর আন্দোলন। সেটাই তৃণমূলকে রাজ্যের শাসন ব্যবস্থায় নিয়ে আসার মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। ফলে এদিন আন্দোলনের ছবিটা অন্য মাত্রা নিল। গান্ধী মূর্তির পাদদেশে কৃষির সঙ্গে যুক্ত ৬৯ জন রক্ত দিয়ে লিখলেন, ‘কেন্দ্রের কালা আইন মানছি না, মানব না’। প্রবীণ কৃষকরা কৃষি বিল পোড়ালেন। সুব্রত বক্সি বলেন, এই আন্দোলন দীর্ঘায়িত হবে। বেচারাম মান্না বলেন, আন্দোলন ছড়িয়ে পড়বে গ্রাম বাংলার প্রতিটি কোনায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Farm Bills, #West Bengal, #tmc

আরো দেখুন