খেলা বিভাগে ফিরে যান

জল্পনার অবসান, সরকারিভাবে আইএসএলে যোগ দিল ইস্টবেঙ্গল

September 27, 2020 | < 1 min read

যাবতীয় অপেক্ষা, জল্পনা-কল্পনার অবসান। সরকারিভাবে আইএসএলে যুক্ত হল ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার খোদ এফএসডিএলের (FSDL) চেয়ারপার্সন নীতা আম্বানি দেশের এক নম্বর লিগে সবুজ-মেরুনের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছেন। ইস্টবেঙ্গল যোগ দেওয়ার ফলে ১০ দলের আইএসএল (ISL) এবার হবে ১১ দলের।

রবিবার এফএসডিএলের তরফে ঘোষণা করা হয়েছে, শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সিংহভাগ শেয়ার কেনা এবং সফলভাবে সব শর্ত মেনে বিড পেপার জমা দেওয়ার পর তাঁদের আইএসএলে স্বাগত জানানো হচ্ছে। আইএসএলের সপ্তম সংস্করণের একাদশ দল হবে লাল-হলুদ শিবির। এই সিদ্ধান্ত ঘোষণা করে এফএসডিএলের চেয়ারপার্সন নীতা আম্বানি (Nita Ambani) বলেন,”এটা আইএসএলের জন্য আনন্দের এবং গর্বের বিষয় যে আমরা ইস্টবেঙ্গল ক্লাব এবং লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থককে এই লিগে স্বাগত জানাতে পারছি। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ঐতিহাসিক ক্লাবের আইএসএলে সংযুক্তিকরণ ভারতীয় ফুটবলের জন্য নতুন দিগন্ত খুলে দিল। বিশেষ করে প্রতিভার বিকাশের ক্ষেত্রে। ভারতীয় ফুটবলে বাংলার অবদান অনস্বীকার্য। সেরাজ্যে এবং গোটা দেশে আইএসএলের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশে উন্নত ফুটবলের পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal Club, #ISL

আরো দেখুন