ভ্রমণ বিভাগে ফিরে যান

করোনাকালে ঘুরতে গেলে কি কি সাবধানতা নেবেন

September 27, 2020 | 2 min read

এত দিন ভ্রমণে অনেক নিষেধাজ্ঞা থাকলেও ধীরে ধীরে শিথিল হচ্ছে সবকিছু। বিভিন্ন হোটেল ও রিসোর্টেও যাওয়ার অনুমতি মিলেছে। এই মহামারীর মাঝে ঘুরতে গেলে কীভাবে সাবধানতা মেনে চলবেন তা নিয়ে রইল কিছু পরামর্শ

প্ল্যানিং

কোথাও যাওয়ার আগে অবশ্যই করোনা টেস্ট করিয়ে নেবেন। যদি হোটেল বা রিসোর্টে বুকিং দেওয়ার প্রয়োজন হয়, তাহলে টেস্টের রিপোর্টটি দেখিয়ে নিতে পারেন।

নিয়ম জানা

যেখানে বেড়াতে যাবেন বলে ঠিক করেছেন সেখানে শিশু বা বয়স্কদের নিয়ে যাওয়ার কোনো বাধা আছে কি না নিশ্চিত হয়ে নিন।

লন্ড্রি ব্যবস্থা

হোটেলের লন্ড্রিব্যবস্থার খোঁজ নিন। বেড়ানো শেষে তবে জামাকাপড় পরিষ্কারের ঝক্কি থাকবে না। আগের অতিথি চেক আউট করার পর বিছানার চাদর, বালিশের কভার, পর্দা, কুশন বদলে দিচ্ছে কি না খোঁজ নিন।

প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখা

দরকারি ওষুধ, অতিরিক্ত মাস্ক, গ্লাভস, হেড কভার, সাবান এবং পর্যাপ্ত স্যানিটাইজার সঙ্গে রাখবেন সব সময়। চেষ্টা করুন সবকিছুর জন্য ডিজিটালি পেমেন্ট করতে।

স্যানিটাইজ করা

হোটেল রুমে ঢুকে নিজেরাই দরজা বা আলমারির হাতল, ড্রয়ার, টিভি রিমোট ইত্যাদি যেসব জায়গায় বেশি হাত দেওয়া হয় সেগুলো স্যানিটাইজ করে নিন।

বাইরে বের হলে সাবধানতা

হোটেল রুম থেকে বাইরে গেলে মাস্ক, হেয়ারকভার সানগ্লাস পরে নিন। বাইরে থেকে ফিরে গোসল করে জামাকাপড় ধুয়ে নিতে হবে।

গাড়িতে যাতায়াত

নিজের গাড়িতে যদি যাতায়াত সম্ভব না হয়, তবে স্থানীয় যানবাহন, লঞ্চ বা জিপে চাপতে হলে, বসার জায়গাটা ডিসইনফেক্ট করে নিন।

লিফটের ব্যবহার

চেষ্টা করুন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে। লিফটে অনেক মানুষ ওঠেন বলে যতটা সম্ভব লিফট এড়িয়ে চলা উচিত।

নিষেধাজ্ঞা

সব সময় এসিতে না থেকে জানালা খুলে রাখুন। স্পা রুম, সুইমিং পুল এড়িয়ে চলুন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Travelling

আরো দেখুন