রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের নয়া মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

September 28, 2020 | < 1 min read

রাজ্যের মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবারই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন বর্তমান মুখ্যসচিব রাজীব সিংহ। তাঁর জায়গায় আসছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

১৯৮৭-র ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় এত দিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও সংসদ বিষয়ক এবং তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বও তাঁর হাতে ছিল।

আজ ট্যুইট করে মুখ্যমন্ত্রী এই সুখবরটি জানান। তিনি লেখেন, ১লা অক্টোবর থেকে স্বরাষ্ট্র ও তথ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন। বর্তমানের অর্থ সচিব এইচ কে দ্বিবেদী স্বরাষ্ট্র সচিব হচ্ছেন এবং মনোজ পন্ত হবেন অর্থ সচিব। সকলকে অভিনন্দন জানান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #alapan bandyopadhyay, #chief secretary, #West Bengal

আরো দেখুন