দেশ বিভাগে ফিরে যান

বাংলার ফালাকাটাসহ ৪ রাজ্যে উপনির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন

September 29, 2020 | < 1 min read

করোনা আবহে বাংলা সহ ৪ রাজ্যের উপনির্বাচন স্থগিত। মোট চার রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানাল নির্বাচন কমিশন।

মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে ফালাকাটায় উপনির্বাচনের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এদিন কমিশনের ঘোষণায় অবশ্য সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলি।

জানা গিয়েছে, অসমের রাঙ্গাপাড়া ও শিবসাগর, কেরলের কুট্টানাদ ও চাভারা, তামিলনাডুর তিরুভট্টিয়ুর ও গুডিয়াত্তাম এবং পশ্চিমবঙ্গের ফালাকাটার উপনির্বাচন স্থগিত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিহার সহ অন্যান্য রাজ্যে উপনির্বাচন হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও আপাতত স্থগিত। এদিন জাতীয় নির্বাচন কমিশন এক প্রেস বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে। তবে ফালাকাটায় উপনির্বাচনের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এদিন কমিশনের ঘোষনায় অবশ্য সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Election Commission of India, #Falakata By Election

আরো দেখুন