রাজ্য বিভাগে ফিরে যান

কলকাতা বন্দরের নাম বদল ইস্যু, বাড়ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব

September 29, 2020 | < 1 min read

এতদিন কলকাতা বন্দরের নাম বদল নিয়ে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার সরব হল স্বয়ং বিজেপি নেতা চন্দ্র কুমার বসু। তিনি কেন্দ্রীয় শাসক দলের কলকাতা বন্দরের নাম বদলের সিদ্ধান্তের বিরোধীতা নিয়ে সরব হয়ে একটি ট্যুইট করেন, ১৯২৫ সালে কলকাতা বন্দর থেকে ব্রিটিশরা নেতাজীকে ধরে মন্দালয় জেলে চালান দেয়। এখানে শ্যামাপ্রসাদ কোথা থেকে এলেন?

তিনি আরও বলেন, এই বন্দরের নামকরণ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের নামে হলে তিনি স্বয়ং লজ্জিত হবেন। আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রস্তাব খারিজ করুন।
যতই ২০২১ সালের নির্বাচন আসছে ততই বেড়ে উঠছে বা, বেরিয়ে পড়ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। তবে চন্দ্র কুমার বসু এর আগেও বিভিন্ন বিষয়ে বিরোধীতা করেছেন নিজের দলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chandra Kumar Bose, #bjp, #kolkata port

আরো দেখুন