বিনোদন বিভাগে ফিরে যান

বাবরি মসজিদের রায়ে হতাশ অপর্ণা সেন

September 30, 2020 | < 1 min read

লখনউয়ের বিশেষ আদালতে আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করছেন বিচারক। ‘উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে’ রায়ে অভিযুক্ত ৩২ জনকেই বেকসুর খালাস ঘোষণা করেছেন বিচারক।

মসজিদ ভেঙেছিল ‘দুষ্কৃতীরা’, অভিযুক্তরা উন্মত্তদের থামাতে গিয়েও ব্যর্থ হন। বাবরি মামলায় রায় দিতে গিয়ে এমনটাই জানাল সিবিআই বিশেষ আদালত। পাশাপাশি মসজিদ ভাঙার ক্ষেত্রে অভিযুক্তদের ষড়যন্ত্র ছিল এমনটাও সিবিআইয়ের দেওয়া তথ্যপ্রমাণ থেকে প্রমাণ হয় না।

বাবরি ধ্বংসের আঠাশ বছর পর এই রায়ের ফলে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি পেলেন আডাবানি, যোশী, উমা ভারতীরা।

আদালতের এই রায় নিয়ে হতাশা প্রকাশ করেছেন অপর্ণা সেন। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আমেন্সটি ইন্টারন্যাশনালের বিরূদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে ব্যাংক একাউন্ট গত সেপ্টেম্বর থেকে ফ্রিজ করে দিয়ে ভারতে তাদের কার্যকলাপ বন্ধ করে দেওয়ার জন্যেও কেন্দ্রীয় সরকারের বিরূদ্ধে ক্ষোভ উগরে দেন এই পরিচালক।

এর আগেও কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের প্রাক্তন সরকারের স্বৈরাচারীতার বিরূদ্ধে বার বার সরব হয়েছেন অপর্ণা সেন। ‘সিটিজেন স্পিকস ইন্ডিয়া’ নামের সংগঠনের মাধ্যমে দেশের জনবিরোধী নীতির বিরূদ্ধে বার বার পথে নেমেছেন তিনি। আজ তাঁর এই হতাশার সুরকে এটাই প্রমাণ করছে যে, দেশ এক বিপজ্জনক হাতে ! বুধুজীবীরাই কি সবার আগে পাচ্ছেন অশনি সংকেত! প্রশ্ন থেকেই যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Aparna Sen, #Babri Masjid

আরো দেখুন