দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বেআইনি বাজি তৈরি বন্ধের নির্দেশ পুলিস কর্তাদের

September 30, 2020 | < 1 min read

বারুইপুরের চম্পাহাটি হাড়ালে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে নড়েচড়ে বসল পুলিস প্রশাসন। এমন কোনও বিস্ফোরণ যাতে আর না হয়, তার জন্য আগাম কড়া সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের নির্দেশ দিল তাঁরা। মঙ্গলবার সকালে বারুইপুরে ১৩৫ জন বাজি ব্যবসায়ীকে নিয়ে একটি বৈঠক হয়। এতে ছিলেন বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার, বারুইপুর এসডিপিও, আইসি, দমকলের আধিকারিকরা, জেলা পরিষদের উপাধ্যক্ষ ও পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য। বৈঠকে ব্যবসায়ীদের নিষিদ্ধ বাজি তৈরি বন্ধ করার নির্দেশ দেন অতিরিক্ত পুলিস সুপার। পাশাপাশি, কালীপুজোর আগে ঘেরা জায়গায় বাজি বাজার করার প্রস্তাব দেন তিনি। পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যকে বিষয়টি দেখার জন্য আবেদন করেন পুলিসকর্তা।

এদিনের বৈঠকে বাজি ব্যবসায়ীরা তাঁদের সমস্যার কথাও জানান। অনেকেই লকডাউনে ব্যবসার মন্দার কথা বলেন। দমকলের আধিকারিকরা ব্যবসায়ীদের বলেন, প্রতি ব্যবসায়ীকে অগ্নিনির্বাপক মেশিন রাখতেই হবে। পাশাপাশি ফায়ার লাইসেন্সের নিয়ম মেনে চলতে হবে। কোনও অসুবিধায় পড়লে বারুইপুর দমকল আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়। জেলার পুলিসকর্তারা বারংবার ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, লোকালয় থেকে নিরাপদ দূরত্বে, ফাঁকা জায়গায় বাজি তৈরি করতে হবে। যেখানে আশপাশে কোনও বাড়ি থাকবে না। কাজ করতে গিয়ে কেউ আহত হলে, তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে আসতে হবে চিকিৎসার জন্য। কোনও তথ্য পুলিসের কাছে লুকনো যাবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#fire crackers, #police

আরো দেখুন