বিবিধ বিভাগে ফিরে যান

রবিবার ছাড়াও অক্টোবর মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন বিস্তারিত

September 30, 2020 | < 1 min read

বিভিন্ন ছুটির কারণে নির্ধারিত ছুটি ছাড়াও আগামী অক্টোবর মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার জেরে সমস্যায় পড়তে চলেছেন গ্রাহকরা।

প্রতি রবিবার ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে অক্টোবরেও। তবে তার সঙ্গে আরও বেশ কিছু ছুটি থাকায় পরিষেবা অমিল থাকবে মাসের আরও কয়েক দিন। দেখে নেওয়া যাক, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে।

অক্টোবর মাসের এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা:

০২.১০.২০২০. (শুক্রবার) গান্ধী জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাঙ্কের সব শাখা

০৮.১০.২০২০. (বৃহস্পতিবার) চেল্লাম উৎসব উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০.১০.২০২০. (শনিবার) মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।

১৭.১০.২০২০. (শনিবার) কাতি বিহু উৎসব উপলক্ষে অসমের সব ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে।

২৩.১০.২০২০. (শুক্রবার) দুর্গাপুজোর মহাসপ্তমী উপলক্ষে পশ্চিমবঙ্গ-সহ কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

২৪.১০.২০২০. (শনিবার) দুর্গাপুজোর মহাষ্টমী উপলক্ষে পশ্চিমবঙ্গ -সহ কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। 

২৬.১০.২০২০. (সোমবার) দুর্গাপুজোর বিজয়াদশমী ও দশেরা উপলক্ষে পশ্চিমবঙ্গ -সহ কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

২৯.১০.২০২০. (বৃহস্পতিবার) মিলাদ-ই-শরিফ উপলক্ষে কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

৩০.১০.২০২০. (শুক্রবার) ঈদ-ই-মিলাদ উপলক্ষে অধিকাংশ রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

৩১.১০.২০২০. (শনিবার) লক্ষ্মীপুজো, বাল্মিকী জয়ন্তী ও সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, গুজরাত-সহ বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#RBI, #Durga Puja 2020, #Bank Holidays in October 2020, #bank holidays

আরো দেখুন