বিনোদন বিভাগে ফিরে যান

রাষ্ট্রসংঘের বিরল সম্মানে সম্মানিত সোনু সুদ

October 1, 2020 | < 1 min read

মানবসেবার অনন্য নজিরের জন্য বিরল আন্তর্জাতিক সম্মান পেলেন অভিনেতা সোনু সুদ। কেরিয়ারে যিনি শুধুই খলনায়কের চরিত্র করে গেছেন, বাস্তব জীবনে সেই মানুষটিই দুঃস্থ, অসহায় মানুষদের পাশে দেবদূত হয়ে দাঁড়িয়েছেন। লকডাউনে আটকে পড়া পরিয়াযী শ্রমিকদের বাড়ি ফেরানো, ভেঙে যাওয়া ঘরবাড়ি নতুন করে গড়ে দেওয়া, কর্মহীন মানুষকে কাজ জোগানো, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি অসংখ্য সেবামূলক কাজ একটানা করে যাচ্ছেন সোনু সুদ। শুধু দেশের জন্য নয়। প্রবাসীদের জন্যও।

সোনু সুদের এই কাজের প্রতি সম্মান জানাল ইউনাইটেড নেশনস। সংস্থার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হল সোনুকে। অতিমারির কারণে এই অনুষ্ঠান হল ভার্চুয়াল। এর আগে মানবসেবার জন্য এই সম্মান পেয়েছিলেন ডেভিড বেকহ্যাম, অ্যাঞ্জেলিনা জোলি, লিওনার্দো ডি ক্যাপ্রিও, ক্যাট ব্ল্যাঙ্কেট, অ্যান্টোনিও ভ্যান্ডারাসের মতো আন্তর্জাতিক নক্ষত্ররা। ভারতের তরফে এই পুরস্কার একমাত্র পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।  এই বিরল পুরস্কার পেয়ে সোনু সুদ অভিভূত। তবে সেই সঙ্গে অভিনেতা এও জানাচ্ছেন যে, পুরস্কার প্রেরণা জোগায় ঠিকই। তবে পুরস্কারের আশায় তিনি কাজ করেন না। নিজের অন্তরাত্মার তাগিদে তিনি এই সেবাকাজ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#United Nations, #sonu sood

আরো দেখুন