দেশ বিভাগে ফিরে যান

যোগী রাজ্যে গত দুদিনে ধর্ষণ হয়েছে আরও ১৮টি

October 2, 2020 | < 1 min read

হাথরসের ঘটনা মানুষকে চমকে দিয়েছে তার নৃশংসতার জন্য। এছাড়া আরও বেশি চর্চিত পুলিশ ও প্রশাসনের অমানবিক এবং আইন বহির্ভূত আচরণের জন্য। কিন্তু, সেই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশেই গত দুদিনে ১৮টি ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটেছে।

দেখুন এক নজরেঃ-

১. মিরাটে বাস চালক ও সহায়ক এক মহিলাকে মাদক খাইয়ে ধর্ষণ করার জন্য গ্রেপ্তার হয়
২. পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক ভুয়ো ব্যক্তি দারোগা সেজে এক বিউটি পার্লারের কর্ত্রীকে ধর্ষণ করে
৩. ফতেহপুরে এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি
৪. বাহারাইচে এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি
৫. আমেঠিতে এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি
৬. আমেঠিতে পিয়রপুর থানা অঞ্চলে এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি
৭. বলরামপুরে গণধর্ষিত হয় এক দলিত মহিলা
৮. বুলন্দশহরে আবারও এক নাবালিকা ধর্ষিত হয়
৯. আজমগড়ে আট বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়
১০. কানপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়
১১. লখনৌতে গত আট বছর ধরে ভাই নিয়মিত বোনকে ধর্ষণ করছিল
১২. আমেঠিতে আনোয়ার আলি নামে এক ব্যক্তি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন
১৩. ফতেহপুরের চাঁদপুর থানা অঞ্চলে এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি
১৪. ফতেহপুরের কিষণপুর থানা অঞ্চলে এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি
১৫. বাঘপত থানায় ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণ এবং বিষ খেতে বাধ্য করে এক ব্যক্তি
১৬. আমেঠির বাজার সুকুল থানায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় এক ব্যক্তি
১৭. আমেঠির বাজার সুকুল থানায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় এক ব্যক্তি
১৮. সন্ত কবির নগরে এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি

TwitterFacebookWhatsAppEmailShare

#Hathras Rape, #CM Yogi Adityanath

আরো দেখুন