বিবিধ বিভাগে ফিরে যান

গান্ধীজির এই উক্তিগুলি অনুপ্রাণিত করুক সকলকে

October 2, 2020 | < 1 min read

ভারত চিরকাল বিশ্বের সকলের কাছে শান্তির বার্তা বহন করে আসছে। বিংশ শতকের এই শান্তির দূত হিসেবে যে নাম বারবার আসে, তা হল মোহনদাস করমচাঁদ গান্ধী। আজ সারা বিশ্ব যখন বিভিন্ন হিংসায় জর্জরিত, তখন যেন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে মহাত্মা গান্ধী ও তাঁর অহিংসার বার্তা। 

চিরকাল তিনি শান্তির পথে চলেছেন এবং সকলকে শান্তির পথে চলার বার্তা দিয়েছেন এবং বিভিন্ন কর্মকান্ড এবং লেখনীর মাধ্যমে পথ বাতলে দিয়েছেন। আজকের এই হিংসার পৃথিবীতে তাঁর কিছু উক্তি আমাদের সব সময় মনে রাখা উচিৎ এবং অনুসরণ করা উচিৎ।

রইল সেইরকমই কিছু উক্তির তালিকা:

১. অস্ত্র দিয়ে লড়াইয়ের মাধ্যমে শান্তি আসবে না। বরং নিরস্ত্র রাষ্ট্র সমস্ত বাধা কাটিয়ে যে বিচার পাবে, সেটাই প্রকৃত শান্তি।

২. চিরশান্তির ওপর আস্থা না রাখা মানুষের মাহাত্ম্যকে সন্দেহ করার সমান।

৩. প্রার্থনা ছাড়া আত্মার শান্তি হয় না

৪. সবথেকে নিকৃষ্ট ধরনের হিংসা হল দারিদ্র্য

৫. ভারত সচেতন ও স্বাধীন হওয়ার অর্থ সারা বিশ্বে শান্তির বার্তা

৬. শান্তির পাওয়ার কোনও উপায় নেই, শান্তিই একমাত্র চলার পথ

৭. আমরা দীর্ঘমেয়াদী শান্তির স্বপ্ন দেখলে তা নিজেদের সন্তানদের থেকেই শুরু করতে হবে

৮. গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নয়নে সবথেকে বড় বাধা ও সবথেকে নিকৃষ্ট হিংসা হল অসহিষ্ণুতা

৯. জনগণকে তখনই বাধা দেওয়া শুরু করতে হবে যখন শান্তির সমস্ত পথ বন্ধ হয়ে গেছে

১০. শান্তি ও স্বাধীনতার জন্য লড়াই করার উদ্দেশ্য হওয়া উচিৎ আত্মসংযম

TwitterFacebookWhatsAppEmailShare

#quotes, #Gandhi

আরো দেখুন