দেশের লজ্জা! গান্ধী জয়ন্তীতে ট্রেন্ডিং ‘গোডসে জিন্দাবাদ’
আজ ২ অক্টোবর, ১৫১ তম গাঁধী জয়ন্তী। দেশের জনকের জন্মদিন। যার হাত ধরেই একদিন ভারত ২০০ বছরের পরাধীনতার কালো অন্ধকার থেকে মুক্তি পেয়েছিল। সোশ্যাল মিডিয়ার যুগে, ট্যুইটার ভাসল #GandhiJayanti-র নানা পোস্টে। একই সঙ্গে আরও বেশ কিছু হ্যাশট্যাগ ট্রেন্ডিং ছিল, যার মধ্যে অন্যতম #MahatmaGandhi।
আর আজকের দিনেই গোটা দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হল ‘গডসে জিন্দাবাদ’ (#Godse_जिंदाबाद )। অর্থাৎ দেশজোড়া মানুষ জয়গান গাইলেন গান্ধী খুনী নাথুরাম গডসের। যে নাথুরাম গডসের গুলিতে মৃত্যু হয়েছিল জাতির জনক-এর, তাঁর নামই ট্যুইটারের ট্রেন্ডিং হ্যাশট্যাগে জায়গা করে নিল।
আজকের এই দিনটি কি সত্যিই দেশের লজ্জা নয়! মানুষকি সত্যিই এক নিমিষে ভুলে গেলেন দেশের ইতিহাসে মহাত্মা গান্ধীর অবদান! নাকি নিছকই নোংরা রাজনীতির শিকার হতে হল খোদ মহাত্মা গান্ধীকেও! প্রশ্নটা রয়েই যাচ্ছে।