হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫০০ শয্যা বাড়ছে

October 2, 2020 | < 1 min read

উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিষেবা জোরদার করতে রাজ্য সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও ৫০০ শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখনও বিভিন্ন জেলা থেকে আক্রান্ত রোগীরা এখানে আসেন চিকিৎসার জন্য এজন্য এখানে শয্যা বাড়ানো খুব প্রয়োজন। এছাড়া, কোভিডের চিকিৎসায় এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোচবিহার ও রায়গঞ্জে তৈরি হয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতাল। আরও একটি তৈরি হচ্ছে জলপাইগুড়িতে। কিন্তু এখনও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের রোগীরা ভরসা করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপর।

এই মুহূর্তে ৬৭৩ শয্যা আছে ক্রিটিকাল কেয়ার মিলিয়ে। এবার সিদ্ধান্ত হয়েছে আরও ৫০০ শয্যা বাড়ানোর। প্রয়োজনে নতুন বিল্ডিং নির্মাণ করা হবে। এই হাসপাতাল কোভিডের জন্য তালিকাভুক্ত না হলেও এখানে কোভিডের চিকিৎসা করা হচ্ছে। এখানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। শিলিগুড়িতে দুটি বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, এই মুহূর্তে দার্জিলিং ও আশপাশে কোভিডে আক্রান্ত, সুস্থতার ও মৃত্যুর হার যথাক্রমে ৬.৫, ৮৭.৫ ও ১.৩ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal Medical College

আরো দেখুন