← দেশ বিভাগে ফিরে যান
অবশেষে হাথরসে যেতে পারলেন রাহুলরা
গত পরশু রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা ভদরা অন্যান্য সহযোগীরা হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু, তার আগেই সেখানে জারি ছিল ১৪৪ ধারা। সেজন্য ঐ গ্রামের বেশ কিছুটা দূর থেকেই তাদের ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করে ফিরিয়ে দেওয়া হয়। তার আগে হাতাহাতি করা হয়, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় রাস্তায়। গতকাল সংবাদমাধ্যম এবং তৃণমূলের প্রতিনিধি দলকেও সমবেদনা না জানিয়েই ফিরে আসতে হয়। সাংসদ ডেরেক ও’ ব্রায়েন কে মাটিতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। সাংসদ প্রতিমা মণ্ডলের ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়।
সমগ্র দেশ এই দুদিনের বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়ার ফলে নড়ে ওঠে যোগী সরকার। অবশেষে পুলিশি বাধা তুলে নেওয়ার ফলে ওই নির্যাতিতার বাড়ি পৌঁছতে পারলেন রাহুল প্রিয়াঙ্কা।