করোনা পরীক্ষার খরচ অর্ধেক করে দিল রাজ্য সরকার
করোনা পরীক্ষার খরচ অর্ধেক করে দিল রাজ্য সরকার। গত সোমবার স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে RT-PCR পদ্ধতিতে করোনা পরীক্ষার জন্য ১,২০১ টাকার বেশি নিতে পারবে না কোনও সংস্থা। এর আগে করোনা পরীক্ষার জন্য ২,২৫০টাকার বেশি নেওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।
করোনা সংক্রমণের শুরু থেকেই বেসরকারি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার চরম মূল্য বেঁধে দিয়েছিল কেন্দ্র। সেই হারের প্রায় অর্ধেক দামে পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষা করতে হবে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এবার আরও কমল পরীক্ষার খরচ।
করোনা পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালের বিলের ওপর কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার। পরিস্থিতির সুযোগ নিয়ে কোনও হাসপাতাল যেন রোগীর কাছ থেকে বেশি টাকা আদায় করতে না পারে সেজন্য বেঁধে দেওয়া হয়েছে প্রতিটি পরিষেবার খরচ। বেসরকারি হাসপাতালগুলি তা মেনে চলছে কি না তার ওপরেও নজর রেখেছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা।