ইউপি পুলিশ বিজেপি’র ভাবমূর্তি কলঙ্কিত করেছে, মত উমার
হাথরসের ঘটনার জের ধরে উত্তরপ্রদেশ পুলিশকেই সরাসরি কাঠগড়ায় তুললেন বিজেপির বর্ষীয়ান নেত্রী উমা ভারতী। বিজেপির এই নেত্রী শুক্রবার বলেন, পুলিশের ‘সন্দেহজনক কার্যকলাপ’-এর কারণেই উত্তরপ্রদেশে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেইসঙ্গে দলেরও।
যোগী আদিত্যনাথ সরকারের উদ্দেশে উমা এদিন আর্জি জানান, বিরোধী নেতা এবং সংবাদমাধ্যমের সঙ্গে নির্যাতিতার পরিবারকে দেখা করতে দিন। হাথরসের দলিত নির্যাতিতার বাড়ি ও গ্রাম যে পুলিশকর্মীরা ঘিরে রেখেছেন, তাঁদের সরিয়ে নিতে তিনি যোগীর কাছে অনুরোধ করেন।
অভিযোগ উঠেছে, পুলিশ নির্যাতিতার পরিবারের কাছাকাছি কাউকে ঘেঁষতে দিচ্ছে না। সাংবাদিকদের সেখানে যেতে দেওয়া হয়নি। বিরোধী দলের নেতারও সেখানে পৌঁছতে পারেননি। পুলিশ দিয়ে নির্যাতিতার গ্রাম ঘিরে রাখা হয়েছে। ফলে, মানুষের মধ্যে এই ধারণা আরও দৃঢ় হচ্ছে, যোগী প্রশাসন কিছু আড়াল করার চেষ্টা করছে। যার জন্যই মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।
পরিবারের লোকের সম্মতি ছাড়া পুলিশ তড়িঘড়ি যে ভাবে মৃত তরুণীর সত্কার করেছে, তা নিয়েও উমা ভারতী এদিন অসন্তোষ ব্যক্ত করেন। হিন্দিতে উমা লেখেন, ওই তরুণী ছিলেন দলিত পরিবারের মেয়ে। পুলিশ তাড়াহুড়ো করে তাঁর দেহ পুড়িয়েছে। এখন মেয়েটির গ্রাম, বাড়ি পুলিশ ঘিরে রেখেছে!
তিনি লেখেন, ‘প্রথমে ভেবেছিলাম কিছু বলা উচিত নয়, কারণ আপনি এই বিষয়ে পদক্ষেপ করবেন। কিন্তু পুলিশ যে ভাবে গ্রাম এবং পরিবারকে আটক করে রেখেছে, তাতে ভাবছি এর পক্ষে কী যুক্তি থাকতে পারে।’ ‘সিট-এর তদন্ত চললে পরিবারের লোকজন কারও সঙ্গে কথা বলতে পারবে না। এমন কোনও আইন আছে কি না, আমি জানি না।’ প্রবীণ বিজেপি নেত্রীর কথায়, ‘এ ভাবে আসলে সিট-এর তদন্ত নিয়েই সন্দেহ তৈরি হচ্ছে।’
রাম মন্দির প্রসঙ্গে তিনি বলেন, ‘এই কিছুদিন আগে আমরা রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। শপথ নিলাম দেশে রামরাজ্য গড়ব। কিন্তু পুলিশের এ ধরনের সন্দেহজনক কাজে উত্তরপ্রদেশ সরকার এবং বিজেপি-র ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
আরও পড়ুন: সুর চড়াচ্ছেন মমতা, হাথরসকাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতায় প্রতিবাদ মিছিল
এর পরেই যোগীর উদ্দেশে সরাসরি তাঁর অনুরোধ, ‘আপনার পরিষ্কার ভাবমূর্তি রয়েছে। আমি অনুরোধ করছি, সংবাদমাধ্যম এবং অন্য রাজনৈতিক নেতাদের পরিবারের সঙ্গে দেখা করতে দিন।’
করোনায় আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে বসেই পরপর ন’টি ট্যুইট করেন। জানিয়েছেন, সুস্থ থাকলে তিনি নিজে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতেন। সুস্থ হয় ওঠার পর তিনি নিজেও সেখানে যাবেন বলে জানিয়েছেন।