দেশ বিভাগে ফিরে যান

রাষ্ট্রীয় লোক দলের নেতাকে লাঠিপেটা করল যোগীর পুলিশ

October 4, 2020 | < 1 min read

https://www.facebook.com/DrishtibhongiIN/videos/3248047341958541/

ভারতীয় রাজনৈতিক ইতিহাসে আজ অন্যতম কালোদিন। এদিন হাসরাসে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন রাষ্ট্রীয় লোক দলের নেতা তথা প্রাক্তন সাংসদ জয়ন্ত চৌধুরী। মাঝপথেই উত্তরপ্রদেশ পুলিশবাহিনী পথ আটকে দেয়, তাঁকে ঘিরেধরে নির্মমভাবে চলে বেত্রাঘাত।

এর আগে একই ঘটনা ঘটে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সাংসদদের সাথে।

রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেলে তাঁদের গ্রামে ঢুকতে বাঁধা দেওয়া হয়, এমনকি রাহুল গান্ধীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় যোগী সরকারের পুলিশ।

তার একদিন পরেই আরেক ভয়ঙ্কর অনভিপ্রেত ঘটনার শিকার হন তৃণমুল সাংসদরা। পুরুষ পুলিশ কর্মীরা সাংসদ প্রতিমা মণ্ডলকে হেনস্থা করেন। সাংসদ ডেরেক ও’ ব্রায়েন বাঁধা দিতে গেলে তাঁকেও একইভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।

বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে ভারতের বিরোধী দলনেতারা আদৌ সুরক্ষিত তো? নাকি এভাবেই চলবে গনতন্ত্রের কণ্ঠরোধ?

TwitterFacebookWhatsAppEmailShare

#hathras rape case, #Jayant Chaudhary, #Up police

আরো দেখুন