বিমলের নয়া চাল, দিল্লির বৈঠকে যেতে অনুরোধ পাহাড়ের দুই দলকে
আগামী ৭ অক্টোবর দিল্লিতে গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের ডাকা বৈঠকে উপস্থিত হওয়ার জন্য জিএনএলএফ এবং সিপিআরএমকে চিঠি দিল বিমল গুরুংয়ের নেতত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা। দলের সাধারণ সম্পাদক রোশন গিরি সোমবার এই চিঠি পাঠিয়েছেন। সেখানে পাহাড়ের প্রতিনিধি হিসেবে এই দুই দলের একজন করে প্রতিনিধিকে বৈঠকে উপস্থিত হওয়ার অনুরোধ করেছেন রোশন। কিন্তু কেন্দ্রীয় সরকার না ডাকলে কীভাবে ওই বৈঠকে যাবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই দলের শীর্ষ নেতত্ব।
বরং তাঁদের বক্তব্য, বিমল শিবির এই চিঠি পাঠিয়ে সৌজন্য দেখাতে চেয়েছে। কিন্তু রোশনের অনুরোধ মতো বৈঠকে গেলে নর্থব্লকে ঢুকতে নাও দিতে পারে। এমনকি বৈঠক হওয়ার সম্ভাবনাও কার্যত ক্ষীণ বলে জিএনএলএফ এবং সিপিআরএম মনে করছে। জিএনএলএফের সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী বলেন, ‘রোশন গিরির চিঠি পেয়েছি। তবে, কেন্দ্র না ডাকলে আমরা বৈঠকে যেতে পারি না। বিমলরা সৌজন্য দেখানোর জন্যই এই চিঠি পাঠিয়েছেন।’
একই বক্তব্য সিপিআরএমের মুখপাত্র গোবিন্দ ছেত্রীর। তিনি বলেন, ’কেন্দ্রীয় সরকার তো আমাদের ডাকেনি। তাহলে বৈঠকে যাওয়ার কোনও প্রশ্নই উঠছে না। আর রাজ্য সরকার তো বৈঠকে যাবে না বলে জানিয়ে দিয়েছে। কাজেই বৈঠক হওয়ার সম্ভাবনা দেখছি না।’