উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আবার করোনার ছোবল, আক্রান্ত আবু হাসেম খান চৌধুরী

October 5, 2020 | < 1 min read

দক্ষিণ মালদহ কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েক দিন ধরে ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আবু-পুত্র জানিয়েছেন, তাঁর বাবার অবস্থা স্থিতিশীল।

সুজাপুরের বিধায়ক তথা আবু হাসেমের পুত্র ইশা খান চৌধুরী বলেন, ‘‘গত সপ্তাহে দক্ষিণ মালদহ কেন্দ্রের মাননীয় সাংসদ ও আমার বাবা আবু হাসেম খান চৌধূরী অসুস্থ হয়ে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। তখন থেকেই তার চিকিৎসা শুরু হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাদের প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে সতর্ক করা হয়েছে।’’

তিনি করোনা আক্রান্ত হওয়ার পর, উদ্বিগ্ন তাঁর অনুগামীরাও। রাজ্যের প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর ভাই হিসেবেই রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন আবু হাসেম ওরফে ডালু। প্রথমে ছিলেন বিধায়ক। ২০০৬ সালে গনিখানের প্রয়াণে তৎকালীন মালদহ লোকসভা আসন শূন্য হয়। উপনির্বাচনে ডালুকে প্রার্থী করে কংগ্রেস। সেই নির্বাচনে জিতে প্রথম বার সংসদে যান ডালু। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের ফলে মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ নামে দুটি লোকসভা আসন তৈরি হয় ওই জেলায়। সেই থেকে এখনও পর্যন্ত একটানা মালদহ দক্ষিণের সাংসদ ডালুবাবু।  ২০০৯, ২০১৪, ২০১৯ টানা তিন বার কংগ্রেস প্রার্থী হিসেবে মালদহ দক্ষিণ থেকে তিনি জিতেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Abu Hasem Khan Choudhury, #West Bengal, #covid-19, #malda

আরো দেখুন