সিট গঠন বা, সিবিআই তদন্ত সংক্রান্ত নির্দেশ নেই উত্তরপ্রদেশের সরকারি খাতায়
আমরা জেনেছি হাথরাস কান্ডের জন্য বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে, তারপর এও শুনেছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু, উত্তরপ্রদেশ সরকারের সরকারি নির্দেশনামায় দেখা যাচ্ছে ১লা অক্টোবরের পর আর কোনও সরকারি নির্দেশ নেই কোনও দপ্তরের জন্য।
যোগী এই দুই নির্দেশিকার কথাই তুলে ধরেন নিজের বক্তব্যে এবং ট্যুইটারে মাধ্যমে। সেটি কোনও নির্দেশিকা হিসেবে গণ্য করা হয় না। তাছাড়া, মুখ্যমন্ত্রীর কোনও ক্ষমতা নেই সিবিআইকে কোনও তদন্তের ভার দেওয়ার। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে অনুরোধ জানাতে পারেন কোনও ঘটনার সিবিআই তদন্তের জন্য। এরপর সিবিআই সেই কেস নেবে কি নেবে না, সেটা কেন্দ্রের সিদ্ধান্ত। তাই, “যোগী সিবিআইকে তদন্তের ভার দিয়েছেন” কথাটি সম্পূর্ণ ভুল।
এছাড়া কোনও তথ্য এখনও মেলেনি যেখান থেকে বোঝা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেন্দ্রকে অনুরোধও করেছেন এই ঘটনায় সিবিআই তদন্তের জন্য।