ভ্রমণ বিভাগে ফিরে যান

একা ঘুরতে গেলে মহিলাদের যে কথাগুলো মাথায় রাখা দরকার

October 5, 2020 | 2 min read

একটা সময় ছিল যখন কোনও পুরুষ অভিভাবক ছাড়া ঘরের বাইরে পা রাখার অধিকার ছিল না মহিলাদের। সেখান থেকে সময় বদলে এখন মহাকাশ থেকে যুদ্ধক্ষেত্র – সর্বত্রই মহিলাদের অবাধ বিচরণ। 

এখনকার দিনের অনেক মহিলাই একা একা ঘুরতে যেতে পছন্দ করেন। নিজের মতো করে নিজের ইচ্ছেমতো ঘুরে বেড়িয়ে কয়েকটা দিন নিজের খেয়ালখুশিতে বাঁচার তাগিদে একাই পথে বেরিয়ে পড়েন অনেক মহিলা।

তবে এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে পথে একজন মহিলাকে একজন পুরুষের থেকে একটু বেশি সাবধান থাকতে হবে। তাঁর নিজের নিরাপত্তার জন্যই এই সাবধানতাটুকু বজায় রাখা জরুরি। 

যে মহিলারা সোলো ট্র্যাভেল করতে ভালোবাসেন, তাঁদের জন্য কয়েকটি টিপস:

যদি নতুন কোথাও একা যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে সেই জায়গা সম্পর্কে আগে থেকে ভালো করে খোঁজখবর নিয়ে রাখুন। সেখানে আপনি যে জায়গাগুলি ঘুরে দেখবেন, তার একটা তালিকা আগে থেকে তৈরি করে ফেলুন। সেই সব জায়গার ঠিকানা নোটবুকে লিখে রাখুন। কারণ বাইরে গিয়ে সব সময় মোবাইল ফোন বা ইন্টারনেট সংযোগের ওপরে ভরসা রাখা যায় না।

অনেকেই আমরা বেড়াতে গিয়ে টাকা বাঁচানোর জন্য যেমন তেমন হোটেলে রাত কাটিয়ে দিই। এটা কিন্তু সোলো ট্র্যাভেলারদের জন্য ভালো আইডিয়া নয়। একটু বেশি খরচ করুন কিন্তু ভালো হোটেলে থাকুন।

আপনার টিকিট, পরিচয়পত্র এবং অন্যান্য কাগজপত্র সাবধানে রাখুন। এগুলি হারিয়ে গেলে কিন্তু বড় বিপদে পড়বেন।

বাইরে সব সময় আমাদের সঙ্গে যে ভালো লোকজনের সাক্ষাত্‍ হবে, তার কোনও গ্যারান্টি নেই। তাই নিজের সুরক্ষার জন্য হ্যান্ডব্যাগে পেপার স্প্রে বা ছোট সুইস ছুরি রেখে দিন। ব্যাগের এমন জায়গায় রাখুন, যাতে চট করে সেটা বের করে আনতে পারেন।

বাইরে বেড়াতে গিয়ে দামী গয়না বা অ্যাকসেসরিজ পরবেন না। দামী অ্যাকসেসরিজ অকারণে আপনার দিকে অন্যের মনযোগ আকর্ষণ করবে।

যখন আপনি কোনও নতুন জায়গায় যাচ্ছেন, তখন সেই জায়গার স্থানীয় মানুষরা যে ধরনের পোশাক আশাক পরেন, আপনিও তাই পরুন। এমন কিছু পোশাক পরবেন না, যা আপনার দিকে অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

ট্রেন বা বাসে করে কোথাও যাওয়ার সময় মহিলাদের জন্য সংরক্ষিত কম্পার্টমেন্ট ওঠার বা মহিলাদের জন্য থাকা আসনে বসার চেষ্টা করুন। এতে আপনারই সুবিধে হবে।

পর্যটক হিসেবে আপনি অনেক জায়গায় যাবেন, অনেকের সঙ্গে আপনার দেখা হবে। তবে সবার সব প্রস্তাবে রাজি হবেন না। প্রয়োজনে দৃঢ় ভাবে না বলতে শিখুন। সবাইকে বিশ্বাস করবে না। মনে রাখুন এখানে আপনি নতুন জায়গা দেখতে এসেছেন, মানুষকে খুশি করতে নয়।

নতুন জায়গায় কখনোও দিক ভুল হয়ে যেতেই পারে। ভয় না পেয়ে মাথা ঠাণ্ডা রাখুন। আপনি যে হারিয়ে গিয়েছেন, তা অন্যকে জানতে দেবেন না। কাছাকাছি কোনও একটা কাফে বা রেস্তোঁরায় গিয়ে আগে শান্ত হয়ে বসুন, তারপর ম্যাপ দেখে বা ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনি ঠিক কোথায় আছেন এবং কী ভাবে নিজের জায়গায় ফিরবেন তা বুঝে নিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women

আরো দেখুন