রাজ্য বিভাগে ফিরে যান

শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে হল ধনখড়কে

October 5, 2020 | < 1 min read

সাইবার জালিয়াতির ফাঁদে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার টুইট করে নিজেই এই কথা জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এই বিষয়ে তিনি কলকাতা পুলিশে অভিযোগ জানিয়েছেন।

টুইটে একটি স্ক্রিনশট পোস্ট করেন রাজ্যপাল। তাতে দেখা যাচ্ছে তাঁর নাম নিয়েই জনৈক রাকেশ তামাংকে মেল পাঠানো হয়েছে। যাতে লেখা, ‘এই মুহূর্তেই আমার একটি সাহায্য প্রয়োজন। অবিলম্বে আমাকে একটি মেল করুন।’‌ তাঁর মেল আইডি এখানে দেওয়া হয়েছে directormail199@gmail.com।

এর আগেও ভুয়ো ফোন ও মেসেজ নিয়ে সমস্যায় পড়েন রাজ্যপাল। পাশাপাশি টুইটে তিনি লিখেছেন, ‘এর আগে আমার গাড়ি আটকানো হয়েছিল। ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। পুলিশে অভিযোগ জানিয়ে তখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’ একইসঙ্গে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Mamata Banerjee

আরো দেখুন