শাহীনবাগ: প্রকাশ্য জনপথে বিক্ষোভ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট
প্রকাশ্য জনপথে অবাধ বিক্ষোভ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। প্রতিবাদ দেখানোর জন্য অনির্দিষ্টকাল সার্বজনীন জনপটজ আটকে রাখা যাবে না। শাহীনবাগ নিয়ে দাখিল করা পিটিশনে এ কথা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে দক্ষিণ দিল্লির শাহীনবাগে বিক্ষোভ ও রাস্তা অবরোধের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে বলেও মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের নেতৃত্বধীন তিন বিচারপতির বেঞ্চ বুধবার শাহীনবাগ নিয়ে রায় দিতে গিয়ে জানিয়েছে, মতবিরোধ ও গণতন্ত্র হাত ধরাধরি করে চলবে। তবে প্রতিবাদ-বিক্ষোভ অবশ্যই দেখাতে হবে নির্দিষ্ট জায়গায়। আদালতের কথায়, ‘বিক্ষোভ দেখানোর জন্য সার্বজনীন জনপথ আটকে রাখাটা গ্রহণযোগ্য নয়। সেখান থেকে এ ধরনের জমায়েত সরাতে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।’
গত ফেব্রুয়ারি মাসে আইনজীবী অমিত সাহনি শাহীনবাগের রাস্তা অবরোধ তোলার দাবি জানিয়ে পিটিশন দাখিল করেছিলেন। সেই পিটিশনের শুনানিতেই বুধবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।