LIVE UPDATE: বিজেপির নবান্ন অভিযান
দুপুর ২.০৮: শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ ফিরহাদ হাকিমের।
দুপুর ২.০৪: “২০২১-এ আমরা নবান্নে পৌঁছে যাব”, বললেন লকেট চট্টোপাধ্যায়।
দুপুর ২.০১: অসুস্থ বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি তাপস ঘোষ। ভরতি হাসপাতালে।
দুপুর ২: দিলীপ ঘোষের অভিযোগ, তার উপর লাঠিচার্জ করেছে পুলিশ। মাটিতে পড়েও যান বিজেপি রাজ্য সভাপতি।
দুপুর ১.৫৮: হেস্টিংসে ফের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী-সমর্থকদের। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পালটা লাঠিচার্জ।
দুপুর ১.৪৭: লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদের ফ্লাইওভার দিয়ে ব্রাবোর্ন রোডের দিকে তাড়া পুলিশের। তখন নিচ থেকে আবার পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি।
দুপুর ১.৪৫: পিটিএস থেকে কলকাতার দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মিছিল।
বেলা ১.৩৫: রণক্ষেত্র হাওড়া, টায়ার জ্বালিয়ে পরিস্থিতি ভয়াবহ করার চেষ্টা বিজেপির
বেলা ১২.৫০: হেস্টিংসেও পুলিশ বিজেপি ধস্তাধস্তি
বেলা ১২.৪৯: সাঁতরাগাছি তে প্রথম ব্যারিকেড ভাঙল বিজেপি। পুলিশের জল কামান, দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টায় বিজেপি
বেলা ১২.০৭: হাওড়া ময়দান থেকে শুরু মিছিল।
বেলা ১২.০৪: “সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে। অথচ বিরোধীদের রুখতে পুলিশ সকাল থেকে তৎপর”, তোপ রাজু বন্দ্যোপাধ্যায়ের।
বেলা ১২.০৩: “পুলিশ ভদ্র আচরণ করলে আমরাও করব”, সাঁতরাগাছির মিছিল থেকে বললেন সায়ন্তনু বসু।
বেলা ১২: সাঁতরাগাছি থেকে শুরু মিছিল। নেতৃত্বে সায়ন্তন বসু, জ্যোর্তিময় মাহাতো ও রাজু বন্দ্যোপাধ্যায়।
বেলা ১১.৫৭: সোনারপুরে ভাঙচুর, জখম ১
বেলা ১১.৫৬: পাটুলীর কাছে ঢালাই ব্রিজে বিক্ষোভ।
বেলা ১১.৫৪: সোনারপুরে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়লো বিজেপি।
বেলা ১১.৫১: ডানকুনি তে বিজেপি পুলিশ সংঘর্ষ, অবরোধ লাঠি চার্জ
বেলা ১১.৫০: পাটুলির কাছে ঢালাই ব্রিজে বিক্ষোভ বিজেপির। ই এম বাইপাসে তীব্র যানজট।
বেলা ১১.৪৬: কৈলাস বিজয়বর্গীয় বলেন, “দুর্নীতিমুক্ত করতে পুরো রাজ্য সরকারের স্যানিটাইজেশন হোক। রাজ্য সরকার ঘাবড়ে গিয়েছে। বেহালা, ভবানীপুর, ডানকুনিতে বিজেপি কর্মীদের আটকেছে পুলিশ। লাঠিচার্জ করছে। তৃণমূল কার্যকর্তাদের মতো কাজ করছে পুলিশ। তৃণমূল সরকার ঘাবড়ে গিয়েছে। গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাওয়ের দাবিতে এই আন্দোলন চলবে।”
বেলা ১১.২০: বিজেপির রাজ্য দপ্তর থেকে মিছিলের নেতৃত্বে দিলীপ ঘোষ ও অরবিন্দ মেনন।
বেলা ১১.২০: ডানকুনিতে জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের। অবরোধ হঠাতে লাঠিচার্জ পুলিশের।
বেলা ১১.১২: নবান্ন অভিযানের পথে গ্রেপ্তার কাটোয়ার জেলা সম্পাদক-সহ ২। তাঁদের গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ।
বেলা ১১.০৭: ডানকুনি ও ধূলাগড় থেকে বেরল আরও দু’টি মিছিল। ধূলাগড়ের মিছিলের নেতৃত্বে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আর ডানকুনির মিছিলের নেতৃত্বে রাজু বন্দ্যোপাধ্যায়।
সকাল ১০.৪৫: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বিজেপির তিন মহিলা কর্মী।
সকাল ১০.৪৪: নবান্ন অভিযানে যাওয়ার পথে বিজেপি কর্মী-সমর্থকদের ডানকুনিতে আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, আরামবাগ, ধনেখালি, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে বাসে করে নবান্ন অভিযানে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তাদের কর্মীদের বাস থেকে নামিয়ে দেয় পুলিশ। অভিযোগ, তাদের হেঁটে যাওয়াতেও বাধা দেয়। পাশাপাশি তারা আরও অভিযোগ তুলেছেন, বিজেপি কর্মীদের নবান্ন যেতে না দেওয়ার জন্য আগে থেকেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কলকাতা অভিমুখী রাস্তায় পরিকল্পিতভাবে যানজট তৈরি করা হয়েছে।
সকাল ১০.৪৩: হাওড়া ময়দানে পৌঁছলেন সৌমিত্র খাঁ।
সকাল ১০.১৫: দ্বিতীয় হুগলি সেতুতে আটকানো হল সায়ন্তন বসু ও জ্যোর্তিময় সিং মাহাতোর গাড়ি। পুলিশের সঙ্গে বচসার পর সাঁতরাগাছির দিকে যেতে দেওয়া হয় তাঁদের।
সকাল ৯.৩৭: ডানকুনি, কোলাঘাটে বিজেপি কর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ সৌমিত্র খাঁর। তিনি বলেন, “বাধা সত্ত্বেও আসবেন বিজেপি কর্মীরা।”
সকাল ৯.৩৬: হাওড়া ময়দানেও ভিড় জমিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। মিছিলের নেতৃত্বে থাকবেন তেজস্বী সূর্য ও সৌমিত্র খাঁ।
সকাল ৯.৩৫: বিভিন্ন রাস্তায় ব্যারিকেড থাকায় আন্দুল রোডে ব্যাপক যানজট।
সকাল ৯: বিজেপি রাজ্য দপ্তরের সামনে ভিড় জমাতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা।