রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপির নবান্ন অভিযান আজ

October 8, 2020 | 2 min read

আজ বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান। দলের যুব শাখার ডাকে রাজ্য সরকারের দুর্নীতি ও বেকারদের চাকরির দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব অংশ নেবেন। বিধানসভা নির্বাচন এখনও আট-ন’ মাস বাকি। তার আগেই নবান্ন দখলকে সামনে রেখে রাজনৈতিক সলতে পাকাতে শুরু করেছে গেরুয়া শিবির। উদ্দেশ্য, শাসক তৃণমূলকে কড়া বার্তা দেওয়া। আজ এই কর্মসূচিতে অংশ নেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় যুব মোর্চা সভাপতি তেজস্বী সূর্য, সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। তবে বিজেপির যুব মোর্চা রাজ্য সচিবালয় অভিযানের ডাক দিলেও বৃহস্পতিবার ও শুক্রবার নবান্ন বন্ধ রাখার কথা ঘোষণা করেছে সরকার। এই দু’দিন এই ১৪ তলা বাড়ি স্যানিটাইজ করা হবে বলে জানানো হয়েছে। শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় একেবারে সোমবার দরজা খুলবে নবান্নের।

এই কর্মসূচিকে সফল করতে প্রায় একমাস ধরে প্রস্তুতি নিয়েছে বিজেপি। জেলায় জেলায় দল ও দলের শাখা সংগঠনগুলিকে নিয়ে একাধিক বৈঠক করেছেন নেতৃবৃন্দ। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছেন। রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে রাস্তাতেই তাঁবু খাটিয়ে ঢালাও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার মূলত চারটি জায়গায় জমায়েত করবে বিজেপি সমর্থকরা। রাজ্য পার্টি অফিসের সামনে থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ, হেস্টিংস এবং হওড়া ময়দানে জমায়েতের সামনের সারিতে থাকবেন যথাক্রমে কৈলাস বিজয়বর্গীয় এবং তেজস্বী সূর্য। শেষ মিছিলটি শুরু হওয়ার কথা সাঁতরাগাছি থেকে। লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু সহ দলের পদাধিকারীরা ওই মিছিলের পুরোভাগে থাকবেন। এদিকে, এই অভিযানকে সফল করার পাশাপাশি কর্মসূচি নিয়ে অমিত শাহের কাছে রিপোর্ট পাঠাবেন তেজস্বী। মাসখানেকও হয়নি তাঁকে সর্বভারতীয় যুব মোর্চার দায়িত্ব দিয়েছেন মোদি-শাহ জুটি। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হিসেবে এটাই তাঁর প্রথম প্রকাশ্য কর্মসূচি। লোকসভার এই কনিষ্ঠ সদস্যকে ভবিষ্যতের নেতা হিসেবে তৈরি করছে বিজেপি।

বিজেপির হাওড়া জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই মিছিল নিয়ে নবান্নে যাব। তবে মাঝপথে পুলিস বাধা দিলে মিছিল ব্যারিকেড ভেঙেই এগবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #bjp

আরো দেখুন