প্রয়াত রামবিলাস পাসোয়ান
প্রয়াত হলেন শ্রী যমুন পাসওয়ান ও সিয়া দেবীর সন্তান কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। হৃদযন্ত্রের অপারেশনের পর থেকেই ভুগছিলেন তিনি। তাঁর জন্ম দলিত পরিবারে। বিহারের খাগরিয়া জেলার শাহারবাণী গ্রামের ভূমিপুত্র তিনি। পাসোয়ান কোসি কলেজ, পিলখী ও পাটনা বিশ্ববিদ্যালয়ের থেকে আইনে স্নাতক ও কলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালে তিনি বিয়ে করেন রাজকুমারী দেবীকে। ২০১৪-র লোকসভায় মনোনয়নপত্র চ্যালেঞ্জের সময় পাসোয়ান জানান, ১৯৮১-তে রাজকুমারী দেবীকে ডিভোর্স করেছেন তিনি। তাঁর প্রথম পক্ষের দুই মেয়ে উষা ও আশা। ১৯৮৩-তে তিনি বিয়ে করেন অমৃতসরের পাঞ্জাবি হিন্দু বিমানসেবিকা রিনা শর্মাকে। তাঁদের দুই ছেলে-মেয়ে। ছেলে চিরাগ পাসোয়ান একজন অভিনেতা-রাজনীতিবিদ। উপভোক্তা বিষয়ক দফতর, খাদ্য ও বন্টন বিভাগের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী পাসোয়ানের উত্থান বিহার থেকে। বিহারের সংযুক্ত সমাজতান্ত্রিক পার্টির সদস্য হিসাবে তাঁর রাজনৈতিক জীবন শুরু।
রাজ্যসভার প্রাক্তন সাংসদ রামবিলাস পাসোয়ান আটবার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৭-৭৮ সালে এসসি/এসটি ওয়েলফেয়ার কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৮০-৮৫ পর্যন্ত ডিডিএ উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি। ১৯৮০-৮৫ এবং ১৯৮৯-৯৫ পর্যন্ত দু’দফায় সংসদীয় সরকারি ভাষা কমিটিতে ছিলেন। পাশাপাশি, ১৯৯১-১৯৯৬ পর্যন্ত এআইএমএস-এর উপদেষ্টা কমিটির সদস্য নিযুক্ত হন। এছাড়া, ১৯৯৮-৯৯ টানা আদালত এবং জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৯৯-২০১০ সালের জুলাই পর্যন্ত ভারত-ত্রিনিদাদ ও টোবাগো সংসদীয় মিত্র গোষ্ঠীর তিনি ছিলেন সক্রিয় সদস্য। ২০০২-এ শ্রী বিলাস বিচারশক্তির সভাপতির পদ অলংকৃত করেন। একই সঙ্গে রামবিলাস পাসোয়ান দাবা খেলতেও পছন্দ করতেন।