তথ্য যাচাই বিভাগে ফিরে যান

একটি ভিডিওর অপব্যাখ্যা করে পুলিশের বদনাম করছে বিজেপি

October 9, 2020 | < 1 min read

গতকাল বিজেপির নবান্ন অভিযান ছিল। এই অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা ও হাওড়া জেলা। রঙিন জলের কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করতে হয় সশস্ত্র বিজেপি কর্মীদের। পিস্তলসহ গ্রেপ্তার হয় বিজেপি সমর্থক। নিজেদের মহিলা কর্মীর মোবাইলও চুরি করে পালায় কিছু সমর্থক।

এরপর বিকেলের দিকে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী একটি ভিডিও ট্যুইট করেন। যেখানে দেখা যাচ্ছে কিছু পুলিশ কর্মী একটি বাড়ির ছাদ থেকে বোতল জাতীয় কিছু একটা বস্তুতে অগ্নিসংযোগ করে নীচে ছুঁড়ছেন আর তাতে বিশাল শব্দ হচ্ছে। এই ভিডিও খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তাতে দাবী করা হয় তৃণমূলের গুন্ডাদের কায়দাতে বিজেপিকে ঠেকাতে দলদাস পুলিশ ছাদ থেকে বোম ছুঁড়ছে।


আজ কিছুক্ষণ আগে হাওড়া জেলা পুলিশ ট্যুইট করে জানায় এই দাবী সম্পূর্ণ ভুয়ো। ওগুলো ছিল স্মোক বোম। এগুলো পুলিশ ব্যবহার করেছে ঠিকই কিন্তু সেটাতে কোনও ব্যক্তির আহত হওয়ার সম্ভাবনা ছিল না। এগুলো ব্যবহার করা হয় কারণ বিজেপি সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে এসে সাংবাদিকদের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। সেখান থেকে সাংবাদিকদের বাঁচাতেই এই বোম ব্যবহার করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Fact Check, #Kailash Vijabargiya

আরো দেখুন