বাংলায় দুর্গোৎসব বন্ধ করতে চাইছে বিজেপি, ক্ষোভে ফুঁসছে বাঙালি
বাংলার সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো বন্ধ করার আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, নববর্ষ হয়নি, হোলি হয়নি, দুর্গোৎসবও বন্ধ রাখুন।”
উত্তরপ্রদেশেও বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলীলা করার অনুমতি দিলেও বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। পরে, প্রতিবাদে বাঙালি গর্জে উঠলে শর্তসাপেক্ষ অনুমতি দেওয়া হয়। বিজেপি শাসিত অসমেও দুর্গাপুজো করার অনুমতি দেয়নি সরকার। গতকালই গুজরাতেও বিজেপি সরকার ঘোষণা করে, দুর্গাপুজো করা চলবে না।
সারা ভারত জুড়ে বাঙালিদের কোনঠাসা করে বাঙালির বিশ্ববিখ্যাত উৎসব দুর্গাপুজোকে বন্ধ করে দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলি। এবার খোদ বাংলায় এই উৎসব রুখতে চায় বিজেপি। যে দিলীপ ঘোষ কয়েকদিন আগেই দাবি করেছিলেন করোনা চলে গেছে, তিনিই হঠাৎ করোনার দোহাই দিয়ে দুর্গোৎসব বন্ধ করতে চান।
করোনা নিয়ে ওনার এই মাথাব্যথা বিজেপির নবান্ন অভিযানের দিন দেখা যায়নি কেন, প্রশ্ন উঠছে। মানুষ প্রশ্ন তুলছেন, কেন তিনি বিজেপি কর্মীদের লকডাউন অমান্য করার নিদান দিয়েছিলেন। দিলীপ বাবুর এহেন মন্তব্যে বিজেপির বাংলা বিরোধী মানসিকতাই কি প্রকাশ পেল? উত্তর সময় দেবে।