এই অ্যাপ থেকেও করা যাবে ট্রেনের টিকিট বুকিং
আরও সহজ হচ্ছে ট্রেনের টিকিট (Train’s Ticket) কাটা। আইআরসিটিসি-র পাশাপাশি আমাজন ই-কমার্সের অ্যাপেও কাটা যাবে রেলের টিকিট। মঙ্গলবারই গাঁটছড়া বেঁধেছে IRCTC ও আমাজন (Amazon App)। তারপরই নতুন পরিষেবা চালু করল ই কমার্স সংস্থাটি। এই অ্যাপ থেকে টিকিট কাটলে থাকছে ক্যাশব্যাকের অফারও। প্রসঙ্গত, এই অ্যাপ থেকে আগে বাস ও বিমানের চিকিট বুক করা যেত। এবার সেই তালিকায় জুড়ে গেল ট্রেনও।
এতদিন দূরপাল্লার ট্রেনের যে কোনও তথ্য জানতে ভরসা ছিল আইআরসিটিসি অ্যাপ। এবার আমাজনের অ্যাপেও মিলবে দূরপাল্লার ট্রেনের যাবতীয় তথ্য। কোন ট্রেনে, কোন শ্রেণিতে কত আসন খালি রয়েছে জানা যাবে। জানা যাবে, আমাজন থেকে কেনা টিকিটের পিএনআর স্ট্যাটাসও। এমনকী, সিনিয়র সিটিজেন-সহ বিভিন্ন কোটার টিকিটও কাটা যাবে। কীভাবে টিকিটের দাম মেটাতে হবে? এ জন্য আমাজন পে ব্যবহার করা যাবে। মিলবে আমাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ড থেকেও পেমেন্টের সুবিধা। যাঁদের এগুলির কোনওটাই নেই তাঁদের জন্য রয়েছে যে কোনও ডিজিটাল মাধ্যমে টাকা মেটানোর সুবিধা। আর টিকিট বাতিল হলে সেই টাকা জমা থাকে আমাজন ওয়ালেটে।
কেনাকাটার মতো টিকিটের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। মিলবে ক্যাশব্যাকও। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথমবার টিকিট কাটলে মিলবে ১০ শতাংশ (সর্বাধিক ১০০ টাকা) ক্যাশব্যাক। প্রাইম মেম্বাররা ক্যাশব্যাক পাবেন ১২ শতাংশ (সর্বাধিক ১২০ টাকা)। ১৫ নভেম্বর পর্যন্ত ক্যাশব্যাকের অফার মিলবে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট কাটলে প্রথমদিকে কোনও সার্ভিস চার্জ দিতে হবে না।
এই অ্যাপের মাধ্যমে কীভাবে টিকিট কাটা যাবে?
- আমাজন অ্যাপে যেতে হবে।
- আমাজন পে ট্যাব সিলেক্ট করতে হবে।
- বুক টিকিটস অপশন আসবে, সেখান থেকে ট্রেন অপশন সিলেক্ট করতে হবে।
- কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন, কোথায় নামবেন তা সিলেক্ট করতে হবে।
- কবে যাত্রা করতে চান তা-সহ বাকি সমস্ত তথ্য দিতে হবে।
- এসি কোচে ট্রাভেল করতে চাইলে, তার জন্য থাকা বক্সে ক্লিক করতে হবে।
- একাধিক ট্রেনের অপশন থেকে পছন্দের ট্রেন বেছে নিতে হবে।
- টিকিট বুকিংয়ের শেষপর্যায়ে ইউজারের আইআরসিটিসি অ্যাকাউন্টের আইডি, পাসওয়ার্ড প্রয়োজন হবে। যাদের আইআরসিটিসি অ্যাকাউন্ট নেই, তাঁরা এই অ্যাপ থেকেই সেখানে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
- সবশেষে আসবে টিকিটের দাম মেটানোর পালা।
- টিকিট কাটার ক্ষেত্রে যে কোনও সমস্যা সমাধানের জন্য সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে আমাজন হেল্পলাইন।