রাজ্য বিভাগে ফিরে যান

সার্বিক জোট তৈরির পক্ষে প্রদেশ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা। 

October 10, 2020 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

দলের সম্মান রেখেই বামেদের সঙ্গে সার্বিক জোট তৈরির পক্ষে সওয়াল করলেন প্রদেশ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা। শুক্রবার অধীর চৌধুরির উপস্থিতিতে এক বৈঠকে তাঁরা সকলেই প্রায় এক সুরে অভিমত ব্যক্ত করলেন। একইসঙ্গে আসন ভাগাভাগির আগে বামেদের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের জন্য জোটের কর্মসূচি পালনে কংগ্রেসকে পুরোদমে অংশ নেওয়ার পক্ষেও সিদ্ধান্ত নিল নেতৃত্ব। পাশাপাশি নিজেদের গুরুত্ব জেলাওয়ারি সামনে আনার জন্য দলের একক কর্মসূচির উপরেও জোর দেওয়ার পক্ষে সায় দিয়েছে তারা। পুজোর আগে নতুন করে প্রদেশ ও জেলা কমিটি গঠনের প্রক্রিয়া হাইকমান্ড সেরে ফেললে আগামী দিনে এই ফর্মুলাতেই রাজ্যে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন অধীররা।
প্রদেশ সভাপতির দায়িত্ব পাওয়ার ঠিক এক মাস পর কলকাতায় এসে এদিন বিধান ভবনে ওই নেতাদের সঙ্গে আলোচনায় বসেন অধীর। ছিলেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাত, অসিত মিত্র, শুভঙ্কর সরকার, সর্দার আমজাদ আলি, আবদুস সাত্তার, দেবপ্রসাদ রায়, কৃষ্ণা দেবনাথ, মায়া ঘোষ প্রমুখ। হুগলির তেলিনিপাড়ায় পূর্বনির্ধারিত জোটের একটি মিছিলে অংশ নেওয়ার জন্য মান্নান বৈঠকের শুরুতেই নিজের বক্তব্য পেশ করে চলে যান। তারপর অবশ্য বৈঠক অনেকক্ষণ চলে। সোমেন মিত্রের মৃত্যুর পর কংগ্রেসের কর্মসূচিতে ছেদ পড়েছিল। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন অধীরও। বলেন, মানুষ তৃণমূলের হাত থেকে মুক্তি চায়। বিজেপি এই সুযোগ নিতে চাইছে। মানুষের আস্থা নিয়ে বাম-কংগ্রেস জোটই তৃণমূলের বিকল্প হতে পারে। কিন্তু কংগ্রেসকে শক্তিশালী হতে হবে। বামেদের ছকে জোটের কর্মসূচিতে যাওয়া মানেই দায়িত্ব শেষ নয়। দলের কর্মসূচিও ব্লক স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। আর জোটের কর্মসূচি যাতে দু’পক্ষ একত্রে বসে তৈরি করে সে ব্যাপারে সক্রিয় হতে হবে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #Left Cong Alliance, #INCWestBengal

আরো দেখুন