দেশ বিভাগে ফিরে যান

পাটনায় শেষকৃত্য রামবিলাসের

October 11, 2020 | < 1 min read

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল রামবিলাস পাসোয়ানের। শনিবার বিকেলে পাটনার জনার্দন ঘাটে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন করেন পুত্র চিরাগ পাসোয়ান। প্রয়াত নেতাকে শেষ সম্মান জানাতে বহু মানুষ জনার্দন ঘাটে জড়ো হয়েছিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদি।

শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার আগে সম্মান জানানোর জন্য রামবিলাসের দেহ তিন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান। এদিন শেষকৃত্যে যোগ দিয়ে রবিশঙ্কর প্রসাদ বলেন, রামবিলাস শুধু বিহারের নেতা ছিলেন না। সাধারণ পরিবার থেকে উঠে তিনি জাতীয় স্তরে জনপ্রিয় নেতা হয়ে ওঠেন। তিনি ছিলেন বঞ্চিতের কণ্ঠস্বর। অকালে চলে গেলেন। রামবিলাস ন’বার লোকসভার সাংসদ এবং দু’বার রাজ্যসভার এমপি হন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ram Vilas Paswan

আরো দেখুন