বলিউডের শিল্পীরা মামলা দায়ের করলেন অর্ণব গোস্বামী ও নাভিকা কুমারের বিরুদ্ধে
আরও বিপাকে সাংবাদিক অর্ণব গোস্বামী এবং তাঁর রিপাবলিক টিভি চ্যানেল। বিপাকে টাইমস নাও। এই চ্যানেল দু’টির বিরুদ্ধে একজোট হল বলিউড। চারটি সিনেমা সংগঠন এবং ৩৪ জন প্রযোজক দিল্লি আদালতে মামলা করল। মামলাকারীদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সলমন খান, আমির খান, করণ জোহর, যশ রাজ প্রোডাকশন।
তাঁরা আবেদনে কয়েকটি সংবাদ মাধ্যমের ‘দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং’–এর বিরুদ্ধে আঙুল তুললেন। অভিযোগ করলেন, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে এই সংবাদ মাধ্যমগুলো বলিউডের দিকে কাদা ছুড়েছে। সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী, তারকাদের এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। তাঁদের ব্যক্তিগত জীবনে যখন তখন ঢুকে পড়া, গোপনীয়তার অধিকার খর্ব করা বন্ধ হোক।
আবেদনে আরও বলা হয়েছে, এই চ্যানেলগুলোর ‘বলিউড এবং তার সদস্যদের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর, অপমানসূচক মন্তব্য বন্ধ করতে হবে।’ সোশ্যাল মিডিয়াতেও এসব করা যাবে না।
আবেদনে নাম রয়েছে রিপাবলিক টিভি এবং চ্যানেলের অ্যাঙ্কর অর্ণব গোস্বামী, প্রদীপ ভাণ্ডারি, টাইমস নাও এবং চ্যানেলের মুখ রাহুল শিবশঙ্কর এবং নভিকা কুমার।
সুশান্তের মৃত্যু নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যম সরাসরি বলিউডের দিকে আঙুল তুলেছে। কখনও বলিউডের স্বজনপোষণ নিয়ে বিরূপ মন্তব্য করেছে। কখনও প্রমাণ ছাড়াই মাদক–যোগের অভিযোগ এনেছে। এতদিন এই নিয়ে প্রকাশ্যে কোনও তারকা মন্তব্য করেননি। সপা সাংসদ জয়া বচ্চন সংসদে প্রতিবাদ করেছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন বিজেপি সাংসদ হেমা মালিনী। এবার আইনের দ্বারস্থ হলেন তারকারা।
এর আগে রিপাবলিক টিভির বিরুদ্ধে টিআরপি নিয়ে কারচুপি করার অভিযোগ এনেছে মুম্বই পুলিশ। এফআইআরও দায়ের হয়েছে। জেরা করা হয়েছে চ্যানেলের সিএফএ এবং সিইও–কে। এবার রুখে দাঁড়ালেন বলিউড তারকারা।