দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

উলুবেড়িয়াতে লজিস্টিক্স হাব তৈরি করতে চলেছে আমাজন

October 13, 2020 | < 1 min read

পুজোর আগে সুখবর বাংলার মানুষের জন্য। উলুবেড়িয়াতে লজিস্টিক্স হাব তৈরি করতে চলেছে আমাজন। এর ফলে কর্মসংস্থান হবে ২০,০০০ জনের।

আজ নবান্নে দোতলা বাস পরিষেবার উদ্বোধনে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাব থেকে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের মানুষকে পরিষেবা প্রদান করবে আমাজন।

উল্লেখ্য, এর আগে নদীয়ায় একটি লজিস্টিক্স হাব তৈরি করতে ২০০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল ফ্লিপকার্ট। এবার হাওড়ায় আমাজনের এই বিনিয়োগে বাংলার শিল্প মানচিত্রে নতুন পালক যুক্ত হল।

বিস্তারিত আসছে…

TwitterFacebookWhatsAppEmailShare

#amazon, #Uluberia, #Logistics Hub

আরো দেখুন