কেমন আছেন সৌমিত্র? জানাল মেয়ে
আপ্রাণ লড়াই চালাচ্ছেন ‘খিদ্দা’। করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভরতি হওয়ার দুদিন পর থেকে অবস্থার অবনতি হতে শুরু করেছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ইতোমধ্যে দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে তাঁর। শ্বাসের সমস্যার জন্য সোমবার রাত থেকেই বাইপ্যাপ বা নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখতে হয়েছে তাঁকে। স্নায়ুঘটিত সমস্যার পাশাপাশি ৮৪ বছরের অভিনেতার যে জ্বর এসেছিল, তাও কিছুতেই তা কমানো যাচ্ছে না। সংকটজনক হলেও অবশ্য তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। যদিও সোশ্যাল মিডিয়ায় এদিন দুপুর থেকেই ছড়াতে শুরু করে গুজব। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘মৃত্যু সংবাদ’ নিয়ে ভুয়ো খবর রটে যায় নেটপাড়ায়। যে খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
সৌমিত্রর মেয়ে পৌলমী সোমবারই জানিয়েছিলেন, ‘বাবা খুব ভালো আছেন, এমন নয়। কিন্তু ওঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে বলে বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হচ্ছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড বাবার চিকিত্সা করছে।’ এদিন আবারও পৌলমী জানিয়েছেন, ‘বাবা আগের থেকে ১ শতাংশ হলেও ভালো আছেন।’ সোডিয়াম-পটাশিয়াম লেভেল খারাপ রয়েছে অভিনেতার, রয়েছে তন্দ্রাচ্ছন্ন ভাবও। ইলেক্ট্রোলাইট প্যারমিটারগুলোও স্বাভাবিকভাবে কাজ করছে না সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
এদিকে, রাজ্য সরকারের তরফে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিনেতার পরিবার যে বিল হাসপাতালে পেমেন্ট করেছিল, তাও ফিরিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি দুই চিকিত্সক, ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বিভূতি সাহা ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায়ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেডিক্যাল বোর্ডে যোগ দিয়েছেন। তাঁর মস্তিষ্কে করোনাজনিত সংক্রমণের কারণে তৈরি হওয়া স্নায়ু অস্থিরতাই এখন অভিনেতার শারীরিক পরিস্থিতি সংকটজনক করে তুলেছে। তবে এখনও তাঁর শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ভালো পর্যায়েই রয়েছে। সেগুলি স্বাভাবিক কাজকর্ম করছে।
সোমবার তাঁর মস্তিষ্কের এমআরআই করা হয়েছিল। তাতে অবশ্য গঠনগত কোনও সমস্যা মেলেনি। নতুন করে জ্বর আসাটাও চিন্তায় রাখছে চিকিৎসকদের। নিউরোলজি, ক্রিটিক্যাল কেয়ার-সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সৌমিত্রকে সুস্থ করে তোলার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্নায়ুজনিত সমস্যা ছাড়া কোভিডের অন্য বিশেষ সমস্যা নেই বলেও জানিয়েছেন বেলভিউর চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নিজে ফোন করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের খবরাখবর নেন। তাঁর নির্দেশে দু’জন সরকারি চিকিত্সক ও মেডিকেল বোর্ডে যোগ দিয়েছেন। সব মিলিয়ে ১৫জন চিকিত্সক এখন এই বর্ষীয়ান অভিনেতার চিকিত্সায় নজর দিয়েছেন। চিকিত্সকদের তরফে জানানো হয়েছে, প্রবীণ অভিনেতাকে লাইফ সাপোর্ট বা রক্তচাপ সাপোর্ট না দিতে হলেও অক্সিজেন লেভেল ঠিক রাখতে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।