দেশ বিভাগে ফিরে যান

কলেজের মধ্যেই ধর্ষণ, ভয়ংকর যোগীরাজ্য

October 13, 2020 | 2 min read

হাথরসের ঘটনা নিয়ে এমনিতেই বেজায় চাপে উত্তরপ্রদেশ সরকার। দেশজুড়ে এখনও সাধারণ মানুষ ধিক্কার জানাচ্ছে ওই ঘটনাকে। উত্তাল উত্তরপ্রদেশের রাজ্য রাজনীতি। এর মধ্যেই আরও এক ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটল সেই উত্তরপ্রদেশেই। অভিযোগ, সতেরো বছরের এক কিশোরীকে রবিবার ঝাঁসির একটি পলিটেকনিক কলেজের হস্টেলের ধর্ষণ করে এক ছাত্র। শুধু তাই নয়, ধর্ষণ করে তাঁর আপত্তিকর ভিডিয়োও তোলা হয় বলে অভিযোগ।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, যে সময় হস্টেলে ধর্ষণের ঘটনাটি ঘটছে, সেই সময় ওই কলেজেই সিভিল সার্ভিস পরীক্ষা চলছিল। ক্যাম্পাসের ভিতরেই ছিল পুলিশও। সেই পরিস্থিতির মধ্যেই কীভাবে এক তরুণীকে ধর্ষণ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্যাতিতা তরুণীর অভিযোগ, এক বন্ধুর সঙ্গে দেখা করতে ওই কলেজে যাওয়ার পরই কলেজের দ্বিতীয় বর্ষের একদল পড়ুয়া তাঁকে তুলে নিয়ে হস্টেলে। সেখানেই এক ছাত্র তাঁকে ধর্ষণ করে। অভিযুক্ত ওই ছাত্র যখন ধর্ষণ করছিল, তখন বাকিরা ভিডিয়ো করে রাখছিল বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। ধর্ষণের পর তাঁকে মারধরও করা হয়।

পুলিশের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠলেও পুলিশের দাবি, ক্যাম্পাসে মোতায়েন থাকা এক পুলিশ কর্মী তরুণীর কান্না শুনে থানায় নিয়ে আসেন। সেখানেই পুলিশের কাছে অভিযোগ জানান নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতেই ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্তের নাম ভরত।

পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, এখনও নিশ্চিত নয় অভিযুক্তরা সকলেই কলেজের ছাত্র কিনা! এমনকী কলেজে নিরাপত্তারক্ষী থাকলেও কেন তিনি দেখলেন না কিছু, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ঝাঁসির পুলিশ সুপারিটেন্ডেন্ট দীনেশ কুমার জানিয়েছেন, পুলিশ এখনও পর্যন্ত ৮ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, যোগী আদিত্যনাথের জমানায় একের পর এক ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিরোধীরা। হাথরসের ঘটনার পর প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন, যোগী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। হাথরসে দলিত কিশোরীকে ধর্ষণ-খুনের পর সেই হাথরসেই ধর্ষণের জেরে প্রাণ হারিয়েছে ৬ বছরের শিশুও। বলরামপুরেও আর এক দলিত কন্যাকে গণধর্ষণের খবর সামনে এসেছে। সেই ঘটনাতেও ধর্ষকদের নির্মম অত্যাচারের জেরে গভীর রাতেই তিনি মারা যান। এবার প্রকাশ্যে এল আরও এক ধর্ষণের ঘটনা।

(নিগৃহীতার পরিচয় গোপন রাখা হল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী)

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Rape

আরো দেখুন