দেশ বিভাগে ফিরে যান

নিট পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন ১৪ অক্টোবর

October 13, 2020 | < 1 min read

করোনার জেরে যেসব ছাত্রছাত্রী ১৩ সেপ্টেম্বর নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষা দিতে পারেননি, তাঁরা ১৪ অক্টোবর পরীক্ষা দিতে পারবেন। তবে, সব পরীক্ষার্থীরই ফল আগামী ১৬ অক্টোবর জানা যাবে। পরীক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে এই নির্দেশ দিয়েছে। পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক তা ট্যুইট করে জানান। nta.ac.in এবং ntaneet.nic.in ওয়েবসাইটের মাধ্যমে নিটের ফল দেখা যাবে।

প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর ১৬ লক্ষের মধ্যে ১৪ লক্ষ ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী এই এন্ট্রান্স দিয়েছিলেন। ১৩ সেপ্টেম্বরের আগে করোনার কারণে একাধিকবার এই পরীক্ষা পিছনো হয়েছিল। তবু সংশ্লিষ্ট দিনে অনেকে পরীক্ষা দিতে পারেননি। তাই তাঁরা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন। শেষপর্যন্ত, সুপ্রিম কোর্টের নির্দেশে বঞ্চিত পরীক্ষার্থীরা পরীক্ষায় বসার সুযোগ পেলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#NEET UG 2020, #NEET and JEE Main 2020

আরো দেখুন