কলকাতা বিভাগে ফিরে যান

রাজ্যের সব বারোয়ারি পুজোর বন্ধের আবেদন, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

October 14, 2020 | < 1 min read

রাজ্যের সব বারোয়ারি পুজোর বন্ধের আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। সিইএসসির প্রাক্তন কর্মী হাওড়ার বাসিন্দা অজয় দে আজ একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

আবেদনে তিনি হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন, কেরলে ওনম উৎসব পালন করার পর কার্যত এই মুহূর্তে কেরল ধুঁকছে করোনায়। তারই পুনরাবৃত্তি হতে পারে কলকাতা ও সারা বাংলায় বারোয়ারি পুজো হলে। পাশাপাশি মহামান্য সুপ্রিম কোর্ট মহরম ও গণেশ পুজোর অনুমতিও দেয়নি। তাই এখানেও বন্ধ হোক পুজো। আগামীকাল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঁচে মামলা শুনানির জন্য উঠতে পারে।

কিছুদিন আগে থেকেই আগামী নির্বাচনে যাতে রাজ্যের শাসক দলকে হিন্দু বিদ্বেষী প্রমাণ করা যায়, সেই লক্ষ্যে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বারবার শাসক দলকে উস্কানি দিয়ে আসছেন এবার পুজো বন্ধ রাখার। এরপর এই জনস্বার্থ মামলাকে অরাজনৈতিক বলে এখনই নিশ্চিত হতে পারছে না রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata High Court, #barowari puja

আরো দেখুন