উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এক মাসের মধ্যে মেটাতে হবে কোন্দল, নির্দেশ অভিষেকের

October 14, 2020 | 2 min read

মালদহে তৃণমূলের কোন্দল এক মাসের মধ্যে মেটাতে হবে। মঙ্গলবার শিলিগুড়িতে এক বৈঠকে জেলা নেতাদের ওই নির্দেশ দেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী, চেয়ারম্যান এবং তিন কো-অর্ডিনেটরকে ব্লকে ব্লকে গিয়ে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব মেটানোর কথা বলেন অভিষেক। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ব্লক এবং অঞ্চল কমিটি তৈরি করে ফেলার নির্দেশও এদিন দেওয়া হয়েছে। আগামী ১০ নভেম্বর ফের রাজ্য তৃণমূল নেতৃত্ব পর্যালোচনা বৈঠক করবে। ওই এক মাসে সাংগঠনিক কাজকর্ম কতটা এগিয়েছে তা জানতে চাওয়া হবে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর, দলের জেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তিন কো-অর্ডিনেটর দুলাল সরকার (বাবলা), মানব বন্দ্যোপাধ্যায় এবং অম্লান ভাদুড়ীর সঙ্গে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী যোগ দেন। মালদহে ব্লক কমিটিতে জায়গা পাওয়া নিয়ে নেতারা ময়দানে নামায় দলের কোন্দল সামনে চলে আসছে। এভাবে চললে যে বিধানসভা নির্বাচনে দল ভালো ফল করতে পারবে না, তা নেতারা বুঝতে পারছেন। সেই কারণে এদিনের বৈঠকে এক হয়ে চলার জন্য নির্দেশ দেওয়া হয়। ভোট কুশলী প্রশান্ত কিশোরের টিমের সমীক্ষা রিপোর্ট ধরে ধরে এদিন বৈঠকে আলোচনা হয়। প্রশান্ত কিশোরও সেখানে ছিলেন। অম্লানবাবু বলেন, দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশি কিছু বলা যাবে না। বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেন, জেলা কোর কমিটির পাঁচজনকে ব্লকে ব্লকে গিয়ে সমস্যা মেটাতে হবে। প্রতিটি অঞ্চলে দলীয় কোন্দল মেটাতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ নেতাদের সঙ্গে নিতে হবে। পদে না থাকলেও তাঁদের গুরুত্ব দিতে হবে। আগামী ১০ নভেম্বরের পর্যালোচনা বৈঠকে একমাসের কাজের হিসাব দলের কাছে পেশ করতে হবে।

একইরকম বার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতৃত্বকেও। দলের অগোছালো সংগঠনকে আরও চাঙ্গা করার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে অভিষেক ও ভোটকুশলী পিকে সংশ্লিষ্ট জেলার চার শীর্ষ নেতাকে নিয়ে বৈঠক করেন। দলীয় সূত্রের খবর, জেলা নেতাদের বক্তব্য শোনার পর সকলকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন অভিষেক। এজন্য তিনি জেলা কোর কমিটির বৈঠক ডাকতেও বলেছেন। বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা বলেন, সকলকে নিয়ে দল পরিচালনা করার নির্দেশ দিয়েছেন অভিষেক। এজন্য আগামী ১৭ অক্টোবর দলের জেলা কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে জেলা থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, জেলা সভাপতি গৌতম দাস, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা সহ প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র।

দলীয় সূত্রে খবর, এদিন নাকি বিপ্লববাবুর তরফে অভিযোগ করা হয় যে, তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করছেন না। কোনও আলোচনাও করা হচ্ছে না। পাশাপাশি পদ না পাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তখন তাঁকে জানানো হয়েছে, সব ভুলে সকলকে একসঙ্গে পথ চলতে হবে। পদ বড় নয়, সংগঠনকে শক্তিশালী করাই মূল লক্ষ্য।

জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাস বলেন, বিপ্লবদাকে নিয়ে আমাদের কারও কোনও সমস্যা নেই। সকলে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #malda, #abhishek banerjee

আরো দেখুন