দুর্গার রাজনীতিকরণ – বিজেপি আয়োজিত পুজোর উদ্বোধন করবেন মোদি
বিজেপির পাখির চোখ ২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচন। সেই যুদ্ধে জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছেন তাঁরা। সেই লক্ষ্যে বঙ্গবাসীর মন জয় করতে দুর্গাপুজোকেই টার্গেট করেছে গেরুয়া শিবির। আগেই ঘোষণা করা হয়েছিল যে মহাষষ্ঠীতে বঙ্গবাসীকে ভারচুয়াল শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার জানা গেল, বাংলার এক পুজোর ভারচুয়াল উদ্বোধনও করবেন তিনি।
সল্টলেকে ইজেডসিসি-র ভিতরে একটি দুর্গাপুজো হয়। সেই পুজোর উদ্যোক্তা অবশ্য বিজেপি। মহাষষ্ঠীর দিন রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার পাশাপাশি ইজেডসিসি-র সেই পুজোরও ভারচুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ষষ্ঠীর দিন তাই ইজেডসিসিতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য নেতারা।
প্রসঙ্গত, গত বছর বাংলার পুজো উদ্বোধন করতে দেখা গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সেই পুজোর কর্ণধারও ছিলেন এক বিজেপি নেতা। আর এবার ইজেডসিসি-র পুজো উদ্বোধনে মোদি। স্বভাবতই প্রশ্ন উঠছে, উদ্যোক্তা বিজেপি না হলে পুজো উদ্বোধনের আমন্ত্রণ কি পেতেন তিনি?
উল্লেখ্য, প্রত্যেক বছর কলকাতার প্রায় ১০০ পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর, ভার্চুয়াল মাধ্যমে তিনি জেলায় প্রত্যেক জেলাতেও পুজো উদ্বোধন করছেন। সেই তুলনায়, প্রধানমন্ত্রী মাত্র একটি পুজোর উদ্বোধন করবেন, তাও আবার বিজেপির পুজো। বাংলার মাটিতে বিজেপির ভীত যে এখনও নড়বড়ে, তা আবারও প্রমাণিত হল কি?