দেশ বিভাগে ফিরে যান

টিআরপি জালিয়াতির জের, ২-৩ মাস নিউজ চ্যানেলের রিপোর্ট দেবে না BARC

October 15, 2020 | < 1 min read

গুরুতর অভিযোগে প্রবল চাপের মুখে BARC। তারা আগামী দুই-তিন মাস নিউজ চ্যানেলের রিপোর্ট পেশ করবে না বলে বৃহস্পতিবার জানাল। তাদের দাবি, জালিয়াতির কারণ খুঁজতে গোটা দেশের কোনও নিউজ চ্যানেলের টিআরপি রেটিং প্রকাশ করবে না।গত ৮ অক্টোবর কয়েকটি সর্বভারতীয় ও আঞ্চলিক সংবাদ চ্যানেলের বিরুদ্ধে টিআরপি রেটিং জালিয়াতির তথ্য ফাঁস হয়। সেই ঘটনা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তারপর এদিন BARC বিবৃতি দিয়ে জানিয়েছেন গোটা ঘটনার তদন্তের জন্য আগামী দু-তিন মাস সময় লাগবে। তাই আগামী দু-তিন মাস টিভি চ্যানেলের টিআরপি রেটিংয়ের রিপোর্ট দেওয়া হবে না।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম ‘রিপাবলিক টিভি’-র বিরুদ্ধে টিআরপি রেটিং কারচুপির অভিযোগ আনেন মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের সন্দেহ, মিথ্যা করে ট্যাম রেটিং পয়েন্ট বাড়িয়ে দেখায় সাংবাদিক অর্ণব গোস্বামীর চ্যানেল। আরও দু’টি চ্যানেলের বিরুদ্ধেও টিআরপি বাড়িয়ে দেখানোর অভিযোগ আছে। তিনটি চ্যানেলের প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় মুম্বাই পুলিশ।

মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং বলেছিল, অভিযুক্ত চ্যানেলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত হবে। পুলিশ দেখবে, তারা কি বিজ্ঞাপন পাওয়ার জন্য অসাধু উপায় অবলম্বন করে? এদিকে টিআরপি বাড়িয়ে দেখানোর অভিযোগে ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন একটি এজেন্সির প্রাক্তন কর্মী। সেই এজেন্সি রেটিং জানার জন্য ‘পিপলস মিটার’ বসাত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Republic TV, #BARC

আরো দেখুন