রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপির ওপর ক্ষুব্ধ মতুয়া সম্প্রদায়, ফুঁসছেন সাংসদও

October 15, 2020 | < 1 min read

সংশোধিত নাগরিকত্ব আইন এখনও কার্যকর না হওয়ায়, মতুয়াদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। এমনটাই দাবি বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। তাই দ্রুত আইন বলবৎ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন তিনি। একই দাবি জানাবেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও।

সংসদে বিল পাস করিয়েছে মোদি সরকার। রাষ্ট্রপতি সিলমোহর দিয়েছেন গত বছর ডিসেম্বর মাসে। কিন্তু, ১০ মাস পেরিয়ে গেলেও এখনও কার্যকর হয়নি সংশোধিত নাগরিকত্ব আইন।

যে সিএএ-কে সামনে রেখে ২০১৯-এর লোকসভা ভোটে মতুয়াদের মন জয় করেছিলেন বিজেপির বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, সেই আইনই এখনও কার্যকর না হওয়ায়, এবার ক্ষোভ উগরে দিলেন খোদ মতুয়া ঠাকুরবাড়ির সাংসদ!

তিনি বলেন, মতুয়াদের দীর্ঘদিনের নাগরিকত্বের দাবি, অথচ ৯ মাস হয়ে গেল সিএএ কার্যকর হল না। আমাকে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আর ৩ মাস সময় আছে। কার্যকর না হলে আবার নতুন করে বিল পাস করাতে হবে।

আর এই চিঠির খসড়াই তৈরি করছেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। ড্যামেজ কন্ট্রোলে মঙ্গলবার বনগাঁয় মতুয়া ঠাকুরবাড়িতে যান বিজেপি নেতা তথাগত। কথা বলেন শান্তনুর সঙ্গে।

গত বছরের ডিসেম্বরে তৈরি হয় সংশোধিত নাগরিকত্ব আইন। তবে এই ইস্যুতে শুরু থেকেই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। এবার মতুয়াদের প্রসঙ্গ তুলে সিএএ নিয়ে বিজেপি সাংসদের ভূমিকায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এর আগে একাধিক বিষয়ে ঠাকুর পরিবারের অন্দরে বিভেদ দেখা দিয়েছিল। এবার সিএএ ও মতুয়া প্রসঙ্গে দুই শিবিরে বিভাজন প্রকাশ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Matua

আরো দেখুন