রাজ্য বিভাগে ফিরে যান

ডিসেম্বরেই হবে পিএসসি পরীক্ষা

October 15, 2020 | < 1 min read

বেশি সংখ্যক পরীক্ষার্থী অংশ নেবেন এমন দুটি চাকরির পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন। সেই পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে তারা। এগুলি হল, ক্লার্কশিপ পার্ট টু এবং আইসিডিএস কেন্দ্রে সুপারভাইজার নিয়োগের পরীক্ষা। ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা হবে ৬ ডিসেম্বর এবং আইসিডিএস সুপারভাইজার নিয়োগের পরীক্ষা হবে ১২-১৩ ডিসেম্বর। তবে এই দিনক্ষণ সবটাই সম্ভাব্য বলে জানানো হয়েছে। দু’টিতেই প্রাথমিক পরীক্ষার ফলাফল আগেই প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় কারা বসতে পারবে সেই তালিকাও বের করে দেওয়া হয়েছে। ওই পরীক্ষায় বসতে চলেছেন ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী।

জুলাই মাসে বেশ কিছু চাকরির পরীক্ষা নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল পিএসসি। কিন্তু পরিস্থিতি বিচার করে পরে সেসব পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। জানানো হয়, এই দুটি পরীক্ষা সেপ্টেম্বর মাসে নেওয়া হবে। কিন্তু তখনও গণ পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় এই পরীক্ষা স্থগিত করে দেয় তারা। শহর ও শহরতলির লোকাল ট্রেন এখনও চালু না হলেও গত ১১ অক্টোবর ডব্লুবিসিএস (জুডিশিয়াল)-এর প্রাথমিক পরীক্ষা নিয়েছে পিএসসি। করোনা পর্বের মধ্যে সেটাই প্রথম কোনও বড় মাপের চাকরির পরীক্ষা ছিল। তবে ক্লার্কশিপ প্রভৃতির তুলনায় সেই পরীক্ষায় প্রার্থীর সংখ্যা ছিল অনেক কম। কালীপুজোর পর নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই বিভিন্ন চাকরির পরীক্ষা নেওয়া শুরু করে দিচ্ছে পিএসসি। নভেম্বর-ডিসেম্বর মাসে মোট ১৬টি লিখিত পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে।

ইতিমধ্যেই ডব্লুবিসিএস জুডিশিয়ালের যে প্রাথমিক পরীক্ষা নেওয়া হয়েছে, তার চূড়ান্ত পরীক্ষা ডিসেম্বর মাসে হবে। তবে এর মধ্যে ডব্লুবিসিএস ও মিসলেনিয়াসের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি নেই। দু’টিরই প্রাথমিক পরীক্ষার ফল ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। ২৪টি চাকরির পরীক্ষার ইন্টারভিউ নভেম্বর-ডিসেম্বর মাসে নেওয়ার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে পিএসসি।

TwitterFacebookWhatsAppEmailShare

#PSC Exam

আরো দেখুন