নিউটাউনে ‘আবর্তনী’-তে চলছে কঠিন বর্জ্যের তৈরি সামগ্রীর প্রদর্শনী
ফের দেশের দরবারে প্রথম বাংলা। নিউটাউনে তৈরি হলো কঠিন বর্জ্য থেকে তৈরি বিভিন্ন সামগ্রীর প্রদর্শনীর দোকান, যা ভারতে প্রথম বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দোকানের নাম দেওয়া হয়েছে ‘আবর্তনী’। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। উপস্থিত ছিলেন নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা। প্রধান অতিথি ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের অধিকর্তা পাওলিন লারাভয়ের।
হিডকো চেয়ারম্যানের জানান, ঘরের বিভিন্ন বাতিল হয়ে যাওয়া জিনিসগুলিকে রি-মডেলিং করে পুনর্ব্যবহারযোগ্য করে তুলেছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এর মাধ্যমে নিউটাউনে বর্জ্য, জঞ্জালের পরিমাণ একেবারে ‘শূন্য’-তে নিয়ে যাওয়াই লক্ষ্য কর্তৃপক্ষের। বাংলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ দোকান। জিনিসপত্র তৈরির জন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের একটি ওয়ার্কশপ করে দেওয়া হয়েছে হিডকোর তরফে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের জন্য একটি বিশেষ কাউন্টার রাখা হয়েছে। সেখানে নিউটাউনবাসীরা তাঁদের ঘরের পুরনো, বাতিল হয়ে যাওয়া সামগ্রী দান করতে পারবেন। সূত্রের খবর, কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ সংস্থার তত্ত্বাবধানে তৈরি হয়েছে অভিনব এই প্রদর্শনীশালা।
অন্যদিকে, বৃহস্পতিবার নিউটাউনে শুরু হল সাইকেল ফেস্টিভ্যাল। ছয় দিনব্যাপী চলবে এই উৎসব। এদিন ইকো পার্কে সাইকেল ফেস্টিভ্যালেরও উদ্বোধন করেন দেবাশিসবাবু। এই উৎসবে স্থানীয় কন্যাশ্রী এবং সবুজ সাথী প্রকল্পের আওতাভুক্ত ছেলেমেয়েদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। -নিজস্ব চিত্র