দেশ বিভাগে ফিরে যান

ধনখড়কে খোঁচা শিব সেনা নেতার

October 16, 2020 | < 1 min read

তাঁদের রাজ্য মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালদের ব্যবহার নিয়ে শুক্রবার শ্লেষাত্মক মন্তব্য করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। রাজ্যের মন্দির খুলে দেওয়া নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে উদ্দেশ্য করে লেখা চিঠি ইস্যুতে এদিন রাউত বলেন, ‘‌একজন রাজ্যপাল হলেন দেশের রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধির অর্থ, তাঁরা রাজনৈতিক কাজকর্ম করেন। আজকে সারা দেশে মাত্র দুজনই রাজ্যপাল আছেন— একজন মহারাষ্ট্রে এবং একজন পশ্চিমবঙ্গে। আমি বাকিদের কথা জানি না। কারণ এই দুই রাজ্যের সরকার তাঁদের বিরোধী দলের।’‌

পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের রাজ্যপালদের বিরুদ্ধে বরাবরই রাজ্য সরকার অভিযোগ করে চলেছে, যে তাঁরা বিরোধী দলের প্রতিনিধিদের মতো কাজ করছেন। দুই রাজ্যপালের বিরুদ্ধেই রাজ্যের বিভিন্ন সিদ্ধান্তে এবং কাজে বাধা দেওয়া, খুঁত ধরার অভিযোগ উঠেছে। উল্টে দুই রাজ্যেরই বিরোধী দল বিজেপির প্রতি তাঁদের নরম আচরণের সমালচনা করেছে দুই রাজ্য সরকারই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Sanjay Raut

আরো দেখুন