বিবিধ বিভাগে ফিরে যান

প্রকাশিত হল দৃষ্টিভঙ্গি শারদীয়া পত্রিকা

October 17, 2020 | < 1 min read

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুরু হল দেবীপক্ষ। মর্তে উমার আগমন এখন সময়ের অপেক্ষা মাত্র। পুজোর আমেজে গোটা বাংলা মত্ত। অপেক্ষা শুধু প্যান্ডেল খোলার। হাতে সময় আর মাত্র কয়েকটা দিন।

আর পুজো মানেই শারদীয়া পত্রিকা। ২০২০তে পথ চলা শুরু করেছে দৃষ্টিভঙ্গি। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আজ বেড়ে উঠেছি কলেবরে। ১৪২৭-র পুজোকে আরও স্মরণীয় করে তুলতে আজ আত্মপ্রকাশ করতে চলেছে দৃষ্টিভঙ্গি শারদীয়া পত্রিকা। আপনারা যেভাবে সাড়া দিয়ে আমাদের লেখা পাঠিয়েছেন, তাতে আমরা আপ্লুত। এত লেখা পেয়ে আমরা ধন্য। আপনারা যে আমাদের সাথে যুক্ত হতে চেয়েছেন, তাতে আমরা গর্বিত। আগামীতেও আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

আগেই আমরা জানিয়েছিলাম মহামারির কথা মাথায় রেখে পুরোপুরি অনলাইনে প্রকাশ হতে চলেছে আমাদের শারদীয়া পত্রিকা। আশাকরি আপনারা আমাসের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন, গ্রহণ করবেন দৃষ্টিভঙ্গি শারদীয়া পত্রিকাকে।

আজ দেবীপক্ষের শুভ সূচনার দিন, অর্থাৎ প্রতিপদের পুণ্য লগ্নে এই দৃষ্টিভঙ্গি শারদীয়া পত্রিকার শুভ প্রকাশ করলেন বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্তকে। ওনার হাত ধরেই পথ চলা শুরু হবে আমাদের শারদীয়া পত্রিকার। দৃষ্টিভঙ্গি শারদীয়া পত্রিকা আপনারা পড়তে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ওয়েবসাইটে।

https://www.facebook.com/DrishtibhongiIN/videos/3999004960127959/

আমাদের এই প্রথম প্রচেষ্টাতেই আমাদের সাথে যুক্ত হয়েছেন বহু বিশিষ্ট লেখক, গুণীজন। আমরা আপ্লুত। ধন্যবাদ জানাই কবি গোলাম রসুলকে, কবি অভীক বসুকে। ধন্যবাদ সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারিকে আমাদের সময় দেওয়ার জন্য। এছাড়াও ধন্যবাদ সকলকে যারা আমাদের লেখা পাঠিয়েছেন।

আশাকরি এই পুজো সকলের ভালো কাটবে। আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে মাস্ক পরুন। সুরক্ষাবিধি মেনে চলুন। এবার পুজোয় আপনাদের সকলের সঙ্গী হোক দৃষ্টিভঙ্গি শারদীয়া পত্রিকা।

দৃষ্টিভঙ্গি শারদীয়া পত্রিকা পড়ুন অনলাইনে

TwitterFacebookWhatsAppEmailShare

#online, #Drishtibhongi, #DurgaPujo2020, #Sharodiya Patrika

আরো দেখুন