দুর্গাপুজোয় তুমুল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
পুজোর আনন্দ এমনিতেই মাটি করে দিয়েছে কোভিড-১৯। তার উপর প্রকৃতির খেয়ালে সবই বানচাল হওয়ার পাকা বন্দোবস্ত। উৎসবের প্রতিটি দিনেই তুমুল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কেউ কেউ এই দুর্যোগকে ‘দুঃসংবাদ’ বললেও বিশেষজ্ঞরা অবশ্য বলছেন—‘আশীর্বাদ’। কারণ, বৃষ্টি হলে ভিড় কমবে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে।
শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯ অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২১-২৬ অক্টোবর, পঞ্চমী থেকে দশমীর দিন পর্যন্ত বৃষ্টির মাত্রা বেশি থাকবে। ষষ্ঠী থেকে অষ্টমী, রেকর্ড ছুঁতে পারে বৃষ্টিপাত। নিম্নচাপের অভিমুখ ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে থাকলেও প্রভাব পড়বে রাজ্যে। আবহাওয়া অফিসের অধিকর্তা ডঃ জি সি দাস জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিমী বাতাস দুর্যোগের ঘনঘটা তৈরি করবে। আর সেটাই বৃষ্টির মাত্রা বাড়াতে সহায়ক হবে।