জীবনশৈলী বিভাগে ফিরে যান

পুজোর ছুটি জমিয়ে দিন বাচ্চাদের

October 19, 2020 | 2 min read

শৈশবে পুজো আর পুজোর ছুটির স্বাদ ঠিক কেমন, তা আমাদের সকলের জানা। নতুন জামা, ঠাকুর দেখা, অন্য শহর থেকে ছুটিতে বাড়িতে আসা ভাই- বোনেরা, পূজা বার্ষিকী, দূরদূরান্তে বেড়াতে যাওয়া, আরও কত কী! কিন্তু এবারের পুজো একদম অন্যরকম। 

এ বার হয়তো আত্মীয়স্বজন সরগরম করে রাখবেনা বাড়ির অন্দরমহল। নানাবিধ সতর্কতা মেনে বেড়াতে যদি যাওয়া হয়ও,তবে তা কাছাকাছির মধ্যে।  ছোটদের নিয়ে বেড়াতে যাওয়ার ঝুঁকিটাও হয়তো অনেক মা-বাবাই নিতে চাইবেন না। খুদেরা তাই এ বার বঞ্চিত পুজোর অনেক আনন্দ থেকেই। 

কোন কোন উপায়ে ছোটদের ব্যস্ত রাখা যায়

রং-তুলি-ক্যানভাস: 

যন্ত্র নির্ভর জীবন আর প্রতিযোগিতার দুর্বিপাকে আগল পড়ে যাচ্ছে কচিমনের বিকাশে। ব্যাগভর্তি রং-তুলি আর সাদা ক্যানভাস দিয়ে দেখুন। শিশুমন ডানা মেলবে অলীক কল্পনায়। ইচ্ছের রং লাগা দুনিয়ায় ওরা এঁকে চলবে হরেকরকম। নিয়ে আসতে পারেন রঙিন কাগজও। ওদের সঙ্গে নিয়ে পাড়ি দিন অরিগ্যামির সৃজনশীল জগতে।

বাড়ির ছোট ছোট কাজের দায়িত্ব: 

প্রত্যেক মা-বাবাই চান তাদের সন্তান হয়ে উঠুক স্বয়ংসম্পূর্ণ, দায়িত্ববান মানুষ। দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ থাকে,যা আপনি অনায়াসে ভাগ করে নিতে পারেন ছোটদের সঙ্গে। ঘর গোছানো, এমনকি টুকিটাকি রান্নাবান্নার হাল্কা কাজেও ওদের রাখতে পারেন সহকারীর দায়িত্বে। খেয়াল রাখবেন কচি, আনাড়ি হাতে করা এইসব কাজের অমর্যাদা যেন না হয়। আপনি ওর উপরে নির্ভর করছেন জেনে আত্মবিশ্বাস যেমন তৈরি হবে, তেমন দায়িত্ব নিতেও শিখবে খুদেরা।

আনন্দ, খুশি, ভাগাভাগি করে: 

বাইরে গিয়ে খেলার অবকাশ এই পরিস্থিতিতে ছোটদের নেই বললেই চলে। বাড়ির মধ্যেই নানারকম খেলাধুলার সুযোগ করে দিন ওদের। লুকোচুরি, মিউজিক্যাল চেয়ার(বাড়ির সদস্য সংখ্যা বেশি হলে), স্ক্র‍্যাবল, সাপ-লুডো, দাবা, পাজল – এরকম বিভিন্ন ইন্ডোর গেমে সঙ্গী হন আপনিও। খেলাচ্ছলে উৎসাহিত করুন শরীরচর্চায়। প্রয়োজনে থাক লাইট, হাল্কা মিউজিক। সিনেমার প্রতি পক্ষপাত থাকবেই ছোটদের। পুজোর ছুটিতে সিনেমা দেখুননা ওদের নিয়ে-সোনার কেল্লা কিম্বাই.টি, পাতালঘর থেকে জুরাসিক পার্ক কিংবা বেবি’জ ডে আউট- বিকল্প কিন্তু অনেক!

বইয়ের জগৎ: 

বিনোদনের হরেক পসরা সাজিয়ে বসেছে হালের পৃথিবী। শৈশবকে অমোঘ টানে ধরে রেখেছে মোবাইল, ইন্টারনেট দুনিয়া, রকমারি ভার্চুয়াল গেম। বাচ্চারা এর অল্প স্বল্পস্বাদ নিতেই পারে, কিন্তু আপনার তত্ত্বাবধানে। সমস্যাটা অন্য জায়গায়। এই নিত্যনতুন হাতছানিতে ছোটদের থেকে হারিয়ে যাচ্ছে গল্পের বইয়ের ম্যাজিক দুনিয়া। আপনার শিশুকে এর স্বাদ থেকে বঞ্চিত হতে দেবেন না। এ বছরের পূজা বার্ষিকী থেকে শুরু করে ফেলুদা-টিনটিন-শঙ্কু-অ্যালিসইন ওয়ান্ডারল্যান্ড-পিটার প্যানের পৃথিবীতে ওদের হারিয়ে যেতে দিন। দেখুন কেমন মজা পায়!

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Durga Puja 2020

আরো দেখুন