কলকাতা বিভাগে ফিরে যান

পুজো প্যান্ডেলেই করোনা সুরক্ষার ব্যবস্থা করল ভবানীপুর ৭৫ পল্লী

October 19, 2020 | < 1 min read

দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবে প্যান্ডেলেই স্যানিটাইজার ফুট ম্যাট এবং এন্টিমাইক্রোবায়াল ফিল্ম এবং সেন্সরযুক্ত হ্যান্ড স্যানিটাইজার কিয়স্কের ব্যবস্থা করল ভবানীপুর ৭৫ পল্লী দুর্গোৎসব কমিটি।

কর্তৃপক্ষের কাছে জানা গেছে এই দুই প্রযুক্তির জন্যে মোট ৫০, ০০০ টাকা খরচা হয়েছে পুজো কমিটির। সামাজিক দূরত্ব বজায় রাখতে রাস্তায় ৫০০ মিটার দূর অবধি বৃত্ত এঁকে দেওয়া হয়েছে।

গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুজোটির উদ্বোধন করেন এবং তারপরেই পুজো প্যান্ডেল সাধারণ মানুষদের জন্যে খুলে দেওয়া হয়। একবারে একসাথে মাত্র ১৫ জন করেই ঢুকতে পারবেন প্যান্ডেলে। রাখা হয়েছে এরকমই শক্ত নিয়ম। আর সবটাই করা হয়েছে শহরবাসীর কথা ভেবে, কোভিড সুরক্ষায়।

ফেসবুকে করা হবে পুজোর লাইভ সম্প্রচার। পুজো কমিটি জানিয়েছে ভোগ রান্নার ঠাকুরদেরও কোভিড পরীক্ষা করা হয়েছে।

আগেরবার পুজোর বাজেট ছিল ৪০ লক্ষ। এবার তা অনেকটাই কমে দাঁড়িয়েছে ১০ লক্ষ। পুজোর থিম ‘মা’। কম টাকার মধ্যেও পুজো কমিটি করোনা সুরক্ষায় কোনো ত্রুটি রাখতে চায়নি বলেই জানা গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durga Puja 2020, #bhabanipur 75 palli, #covid-19

আরো দেখুন