পুজোয় মমতাকে হাসিনার উপহার শাড়ি, মিষ্টি
পশ্চিমবঙ্গের জন্য পুজোর উপহার আগেই পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রফতানিতে নিয়ন্ত্রণ শিথিল করে চাঁদপুর বা বরিশালে ধরা পদ্মা বা মেঘনার ইলিশ এসেছে সীমান্তপারের বাজারে। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজোর উপহার পাঠিয়েছেন হাসিনা। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের দফতরে পৌঁছে গিয়েছে সেই উপহার।
মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালের কাছে পৌঁছেছে ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসানের পত্র— প্রধানমন্ত্রীর উপহার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করুন।
হাসিনার সঙ্গে মমতার সম্পর্ক ব্যক্তিগত স্তরে। দু’জনের উপহার বিনিময়ও নতুন নয়। ইলিশ রফতানিতে বাংলাদেশ সরকার যখন নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছিল, তখনও হাসিনার তরফে ইলিশ ভেট এসেছে যেমন দিল্লিতে প্রণব মুখোপাধ্যায়ের কাছে, তেমনই রাজ্যের শীর্ষ পদাধিকারীর জন্যও।
ঢাকা বা কলকাতা, যেখানে দেখা হয়েছে— মমতাও উপহার তুলে দিয়েছেন হাসিনার হাতে। এ বারে এসেছে চারটি শাড়ি, ১০ কেজি মিষ্টি, হাসিনা তথা শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ থেকে।